চারটি ছাড়া কলকাতার সব হাসপাতালে কোভিড ওয়ার্ড বন্ধ, ম্যারেজ হলও খুলে দেয়া হলো – mzamin.com

কলকাতা নিউজ

সোমবার থেকে আরও বেশি স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতাসহ গোটা বাংলা। কোভিডকে হারিয়ে কলকাতা আবার সেই পুরনো কলকাতা হতে চলেছে। সোমবার থেকে  কলকাতার সরকারি চারটি হাসপাতাল ছাড়া বাকি সব কটিতে কোভিড ওয়ার্ড বন্ধ করে দেয়া হলো। এমআর বাঙুর, বেলেঘাটা আইডি হাসপাতাল, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল এবং ডাঃ বিসি রায় হাসপাতালে শুধু কোভিড চিকিৎসার ব্যবস্থা থাকবে। অন্য হাসপাতালগুলিতে নন-কোভিড রোগীদের জন্য দ্বার উন্মুক্ত করা হবে। সোমবার থেকে পুরসভার ম্যারেজ হলগুলিও সাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে। এতদিন এই হলগুলিতে ছিল পুরসভার ভ্যাকসিন সেন্টার।

হরিশ মুখার্জি রোডের জয়হিন্দ ভবনের বঙ্কোয়েট কিংবা আলিপুরের মনিকা বা পর্ণশ্রীর আগমনীর বুকিংয়ের জন্য লাইন পড়ে গেছে। একইভাবে বাংলার জেলাগুলিও স্বাভাবিক হচ্ছে।

জেলায় একটি বা দুটি ছাড়া হাসপাতালে কোভিড ওয়ার্ড রাখা হচ্ছে না। কলকাতাসহ জেলায় সিনেমা হল, মল, রেঁস্তোরা, পানশালা স্বাভাবিক ভাবেই চলছে। নাইট কারফিউ শুরু হচ্ছে রাত বারোটা থেকে। তাই, স্বাভাবিক জীবনের ছন্দে কোনও বাধা পড়ছে না।

Source: https://m.mzamin.com/article.php?mzamin=317484