আনিস কাণ্ডে সিটের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট – Khas Khobor

কলকাতা নিউজ

কলকাতা : জেলা জজের পর্যবেক্ষণে আনিস কাণ্ডে দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আনিস কাণ্ডে সিটের উপর আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। আনিসের মোবাইল ফোন হায়দ্রাবাদে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিল হাইকোর্ট। সিটকে মামলাকারীদের সামনে আনিসের মোবাইল বাজেয়াপ্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্ট সিটকে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। 

– Advertisement –

আরও পড়ুন : আনিস খুনে এবার সিবিআই তদন্তের দাবিতে সরব ধৃত পুলিশ কর্মীর স্ত্রীও

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন রেখেছিলাম। মহামান্য হাইকোর্টের সামনে রাজ্য সরকারের প্রতিনিধি বলেছেন যথাযথভাবে তদন্ত হবে। ফলে তাই হাইকোর্ট সিটকে সময় দিয়েছেন। বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, শুধুমাত্র কোর্টের কাছে বা সিটের নয় আনিসের ময়নাতদন্তের রিপোর্ট এবং মোবাইল ফোনের ফরেন্সিক তদন্তের রিপোর্ট পরিবারকেও দিতে হবে”।

– Advertisement –

আরও পড়ুন : Congress মোদীর রাজ্যে ছ’হাজার কোটির কয়লা কেলেঙ্কারির অভিযোগ আনল BJP সরকারের বিরুদ্ধে

আনিস খানের মৃত্যুর ঘটনায় গতকালই দুই পুলিশকর্মীকে গ্রেফতার করে সিট। তবে তাতে সন্তুষ্ট নয় আনিসের পরিবার, তারা সিবিআই তদন্তের দাবিতে অনড়। এমনকি ধৃত পুলিশকর্মীর পরিবারের পক্ষ থেকেও সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। হাইকোর্টের এদিনের নির্দেশের পর আনিসের বাবা সালেম খান বলেন, কোর্ট যখন বলেছে তখন ভেবেচিন্তেই বলেছে। আনিসের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ক্রমশই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন পড়ুয়ারা। তবে এদিনের কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আনিস খানে মৃত্যু রহস্য কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই কৌতূহল রাজ্যবাসীর।

– Advertisement –

Source: https://www.khaskhobor.com/politics/the-calcutta-high-court-relied-on-the-seat-of-anis-kand/