আনিস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় ‘আজাদি’ স্লোগান! মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Kousik Sinha

Google Oneindia Bengali News
image

আনিসকাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা। গত কয়েকদিন কেটে গেলেও এখনও আনিস-কাণ্ডের মৃত্যু রহস্য কাটেনি। তবে রহস্যে ক্রমশ জড়িয়ে পড়ছে পুলিশ। তবে ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছেই পড়ুয়াদের। সোমবারের পর আজ মঙ্গলবারও পথে পড়ুয়ারা।

মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক

কলকাতার বিভিন্ন অংশে একাধিক ছাত্র সংগঠনের তরফে চলছে বিক্ষোভ-আন্দোলন। তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা।

ইতিমধ্যেই পার্ক সার্কাস থেকে এই মিছিল শুরু হয়ে গিয়েছে। ডোরিনা ক্রশিং হয়ে মহাকরণ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে এই মিছিলের। যদিও পুলিশের তরফে এই মিছিল আটকাতে বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন রাস্তায়। যে কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে কড়া ব্যবস্থাও করা হয়েছে।

আনিস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আজাদি স্লোগান! মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক

যদিও বিক্ষোভকারীদের দাবি, যদি পুলিশ এই মিছিলকে আটকানোর চেষ্টা করা হয় তাহলে ব্যারিকেড ভেঙেই এই মিছিল এগোবে বলে হুঁশিয়ারি। আর এই মিছিল যাওয়ার সময়ে কলকাতার বিভিন্ন রাস্তায় শুয়ে অবরোধ পড়ুয়াদের। আর এর জেরে মিছিলের শুরুতেই অবরুদ্ধ হয়ে যায় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট।

তবে মিছিল যত এগোচ্ছে তত আরও বড় হচ্ছে। আলিয়া ছাড়াও কলকাতার বিভিন্ন কলেজের ছাত্ররাও এই মিছিলে অংশ নিচ্ছেন। রয়েছেন সাধারণ মানুষও। আর এই মিছিল থেকেই কখনও আওয়াজ উঠছে, আনিসের রক্ত হবে না ব্যর্থ… আবার কখনও হাল্লা বোল। এমনকি আজাদি স্লোগানও শোনা গিয়েছে। তবে তা অবশ্যই বিতর্কিত অংশ নয়। তবে এই সুবিশাল মিছিলে বহু ছাত্রীরাও অংশ নিয়েছেন।

আনিস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আজাদি স্লোগান! মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক

image

আনিস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় ‘আজাদি’ স্লোগান! মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক

অন্যদিকে শুক্রবার গভীর রাতে ছাত্রনেতার আনিস খানকে তিনতলার ছাদ থেকে ঠেলা দিয়ে ফেলে খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার পরে চার দিনের মাথায় এদিন আমতা (Amta) থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড (suspend) করা কথা জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে। তবে এই তিন পুলিশকর্মী সরাসরি খুনের ঘটনার সঙ্গে জড়িত কিনা তা এখনও জানা যায়নি।

আনিস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আজাদি স্লোগান! মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক

সোমবার মুখ্যমন্ত্রীর পরে ডিজিপি সিট গঠন করার ঘোষণার পরে রাতে আমতা থানায় গিয়ে সেখানেকার পুলিশকর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন সিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তারা। শুক্রবার রাতে কে কোথায় ডিউটিতে ছিলেন, তাও জানার চেষ্টা করেন তাঁরা।

আনিস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আজাদি স্লোগান! মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক

এরপর এদিন সকালে তিন পুলিশকর্মীকে সাসপেন্ডের খবর জানা যায়। এঁদের মধ্যে রয়েছে এসএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরা। এই তিনজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে খারাপ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে।

  • গান স্যালুটে শেষ বিদায়, নিমতলা মহাশশ্মানে শেষকৃত্য মন্ত্রী সাধন পাণ্ডের
  • আনিস-মৃত্যুতে বিজেপি-আরএসএসের যোগ নস্যাৎ দিলীপের, তির ছুড়লেন তৃণমূলের দিকে
  • Weather update: ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
  • আমতার ছাত্র নেতা আনিস মৃত্যু-রহস্যের প্রতিবাদ, পার্ক সার্কাস অবরুদ্ধ করলেন পড়ুয়ারা
  • তারকেশ্বর থেকে চলে আসুন দশঘরায়, ফাগুনের রং মন ভরিয়ে দেবে
  • হুরুন সমীক্ষা অনুযায়ী দেশে ‘ডলার মিলিয়নিয়ার’দের বড় অংশ বাস করেন মুম্বইয়ে
  • ভাইপোকে গুরু দায়িত্ব পিসির! অভিষেককে সঙ্গে নিয়েই ব্যাক টু ব্যাক বৈঠক মমতার
  • রাজ্যপাল জগদীপ খনখড়ের অপসারণের দাবি খারিজ, এই মামলায় যা জানাল কলকাতা হাইকোর্ট
  • Weather update: বিদায় নিচ্ছে শীত, বঙ্গোপসাগর দিয়ে ঢুকছে উষ্ণ বাতাস, কী জানাল IMD
  • আর্থিক দুর্নীতির অভিযোগ! বিরোধী দলনেতার ভাইয়ের বিরুদ্ধে FIR এর নির্দেশ আদালতের
  • সুচিত্রার গলাও হারিয়ে গেল সন্ধ্যার প্রয়াণে, মাকে মিস করলে আর কাকে ফোন করবেন মুনমুন
  • সুচিত্রা-সন্ধ্যা ছিলেন একে অপরের পরিপূরক, গানের ইন্দ্রধনুতে তাঁদের এই পথ শেষ হবে না

English summary

Azadi slogan heard in rally for Anis Khan towards writers building

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/azadi-slogan-heard-in-rally-for-anis-khan-towards-writers-building-155971.html