Kolkata on Wheels: নতুন করে কলকাতা দেখতে চান? চাপতে হবে তিন ধরনের যানে – Anandabazar Patrika

কলকাতা নিউজ

শহরে কী বা দেখার আছে? পাহাড় নেই। নেই সমুদ্র। তবু রোজ নতুন করে দেখা যায় একটি শহরকেই। খুঁজে পাওয়া যায় আলাদা রূপ। বিশেষ করে সে যদি হয় কলকাতার মতো পুরনো একটি শহর, তবে তো কথাই নেই।

কবির মনে হয়েছিল, কলকাতার মধ্যে আর একটি কলকাতা আছে। অথচ অধিকাংশের কাছেই হাতে গোনা কয়েকটি এলাকার নাম কলকাতা। তা তাঁর বাড়ির আশপাশ হতে পারে কিংবা কাজের জায়গা। তার সঙ্গে হয়তো প্রিয় রেস্তরাঁ, পছন্দের বাজার ঢুকে পড়ে। কিন্তু কলকাতা শহরটি তার চেয়ে অনেক বড়। বৈচিত্র আছে অনেক। রোজের বাস, মেট্রো কিংবা নিজের গাড়ি ছেড়ে তিন ধরনের যানে চেপে দেখুন। চেনা তিলোত্তমার ভিন্ন রূপ চোখে পড়বে।

কোন যানে চাপবেন?

Source: https://www.anandabazar.com/aamarkolkata/roam-around/three-transports-that-are-integral-part-of-tourism-in-kolkata-dgtl/cid/1327095