নিঃশব্দে শেষ হলো ত্রয়োদশ ‘এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল’ – Bangla Tribune

কলকাতা নিউজ

কলকাতা বইমেলা পিছিয়ে গেলেও করোনা আবহে নিঃশব্দে  ভার্চুয়ালের মাধ্যমে সমাপ্ত হলো ত্রয়োদশ ‘এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল’।তিনদিন ব্যাপী লিটারারি ফেস্টিভ্যালের সঙ্গেই ঐতিহ্যের অক্সফোর্ড বুকস্টোরের শতবর্ষ উদযাপনের সূচনা হলো।

সাহিত্য ও কলার তিন দিনের মিলনক্ষেত্রে বিভিন্ন বিচিত্র বিষয়ের সেশন আয়োজন করা হয়েছে। যার মধ্যে প্রথম দিনে ছিল প্রখ্যাত পুরাণবিদ দেবদূত পট্টনায়ক-এর ‘দ্য মিথ ইন মাইথোলজি’, ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী এবং রেডিও ব্যক্তিত্ব মীর-এর উপস্থিতিতে আরও ফুড কাহিনী। প্রবীণ সাংবাদিক রুচিরা গুপ্তর সঙ্গে কথোপকথনে প্রখ্যাত শেফ বিকাশ খান্নার ফিড ইন্ডিয়া ইনিশিয়েটিভ। 

অক্সফোর্ড বুকস্টোর বুককভার পুরস্কারের ২০২২-এর সংস্করণের সংক্ষিপ্ত তালিকার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিজে সুরেন্দ্র গ্রুপ এবং অক্সফোর্ড বুকস্টোরস-এর ডিরেক্টর প্রীতি পল, জনপ্রিয় লেখিকা শোভা দে, সাংসদ ড. শশী থারুর ও অন্যান্যরা।

দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য সেশনগুলোর মধ্যে ছিল, বিখ্যাত সাংবাদিক ভীর সাঙ্ঘভি এবং সীমা গোস্বামীর সঙ্গে ‘আনফিল্টারড’ সেশন; শোভা দে-এর সাম্প্রতিক প্রকাশিত বই ‘লকডাউন লিয়াসনস’ নিয়ে আলোচনা।বইটিতে লেখক দেখিয়েছেন কীভাবে কোভিড-১৯ এর জন্য অসংখ্য মানুষের মনে কী অস্বাভাবিক প্রভাব বিস্তার করেছে। অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের বাবা চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ চিদানন্দ দাশগুপ্তকে নিয়ে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল।‘রাজ কাপুর- দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক’-এর সেশনে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইল আর.কে স্টুডিওতে কাটানো তার দিনগুলোর এক অবিস্মরণীয় স্মৃতিকথা তুলে ধরেন।

সাহিত্য সভার শেষ দিনে অদ্বৈত কলার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা কবির বেদী। সেশনের নাম ছিল ‘ক্যান্ডিড অ্যান্ড কম্পেলিং – ‘স্টোরিজ আই মাস্ট টেল’। বলিউড অভিনেতা তুষার কাপুর এবং অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক যুগল হংসরাজ উপস্থিত ছিলেন ‘সেলিব্রিটি ড্যাডস, বলিউড এবং এন্ড মোর’ সেশনে। 

‘দি আদার ল্যাঙ্গুয়েজ: ফিউচার অফ ট্রান্সলেশন-এ উপস্থিত ছিলেন আইরিন ফ্রেইন এবং অরুণাভ সিংহ, এই সেশনটির উপস্থাপনায় ছিল ইনস্টিটিউট ফ্রাঁসিস ইন্ডিয়া।

Source: https://www.banglatribune.com/foreign/india/725044/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%83%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%B6-%E2%80%98%E0%A6%8F%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF