New Airport near Kolkata: কলকাতার কাছেই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর? জমি খুঁজতে নির্দেশ নবান্নের – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: কলকাতার অদূরেই তৈরি হবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর (New Airport near Kolkata)? দক্ষিণ চব্বিশ পরগণা (South 24 Pargana) জেলা প্রশাসনকে রাজ্য সরকারের তরফে দেওয়া নির্দেশে সেই সম্ভাবনাই প্রবল৷ সূত্রের খবর, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট বিমানবন্দর তৈরির মতো জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে৷

শুধু তাই নয়, বিমানবন্দরে হ্যাঙ্গার তৈরি করার মতো পর্যাপ্ত জমিও থাকতে হবে বলে নির্দেশে বলা হয়েছে৷ বোয়িং ৭৭৭-এর মতো বড় বিমান যাতে নামতে পারে, মুখ্যসচিবের দেওয়া নির্দেশে সেকথাও বলা হয়েছে জেলা প্রশাসনকে৷

আরও পড়ুন: সরছে আইসিএফ, ধীরে ধীরে জায়গা পূরণ করছে এলএইচবি! দুর্ঘটনার পর আরও তৎপর রেল

দিন দিন কলকাতা বিমানবন্দরের উপরে চাপ বাড়ছে৷ সেই কারণেই কলকাতার অদূরে আরও একটি বড় বিমানবন্দর তৈরি করতে চাইছে রাজ্য সরকার৷ কয়েকদিন আগে রাজ্যের মুখ্যসচিবের তরফে দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের প্রাথমিক পছন্দের তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় এলাকা৷

এর পাশাপাশি পুরুলিয়ার ছড়রাতেও রাজ্য সরকার একটি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷

রাজ্যে বিনিয়োগ টানাই যে এবার তাঁর প্রধান লক্ষ্য, তৃতীয় বার ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার জন্য রাজ্য রাজধানী কলকাতার সঙ্গে গোটা দেশ এবং বিদেশের বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করা প্রয়োজন৷ কলকাতা বিমানবন্দরে যেভাবে চাপ বাড়ছে, তাতে সেখানে নতুন করে খুব বেশি সংখ্যক বিমানের ওঠানামা করা সম্ভব নয়৷ সেই কারণেই কলকাতার কাছে নতুন বিমানবন্দর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷ যদিও পুরো ব্যাপারটাই এখন পরিকল্পনা স্তরে রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: ২০২৫ সালে টিবি মুক্ত বাংলা, যক্ষ্মা নিরাময়ে নয়া উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের

বর্তমান রাজ্য সরকারের আমলে গোটা রাজ্যেই বিমান পরিষেবা ছড়িয়ে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে৷ চালু হয়েছে অণ্ডাল বিমানবন্দর৷ উত্তরবঙ্গের মালদহ, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরেও দ্রুত বিমান পরিষেবা শুরু করতে তৎপর হয়েছে রাজ্য সরকার৷

কয়েকদিন আগেই এই তিন বিমানবন্দরের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীও প্রশাসনিক বৈঠকে বার বার এই রাজ্যের বন্ধ বিমানবন্দরগুলি চালু করার জন্য তদারকি নেওয়ার কথা বলেন।

যদিও কোচবিহার বিমানবন্দর ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। মালদহ বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর জন্য আরও জমি প্রয়োজন। তার জন্য ইতিমধ্যেই নবান্নের তরফের সবুজ সংকেতও পেয়েছে মালদহ জেলা প্রশাসন। বালুরঘাট বিমানবন্দরও প্রায় প্রস্তুত হয়ে রয়েছে। বালুরঘাট ও কোচবিহারে বিমান পরিষেবা শুরু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Kolkata Airport, South 24 Pargana news

Source: https://bengali.news18.com/news/kolkata/west-bengal-government-planning-to-make-second-biggest-airport-near-kolkata-dmg-724029.html