কলকাতা বিমানবন্দরে নামার পরই করাতে হবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট | কালের কণ্ঠ – কালের কন্ঠ

কলকাতা নিউজ

বাংলাদেশ থেকে ফ্লাইটে কলকাতাগামী যাত্রীদের জন্য নতুন ভ্রমণ বিধি-নিষেধ আরোপ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। নতুন বিধি-নিষেধ অনুযায়ী, বাংলাদেশি যাত্রীদের কলকাতা যাওয়ার পর বিমানবন্দরে নতুন করে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। এ জন্য খরচ হবে প্রায় সাত মার্কিন ডলার। গতকাল শুক্রবার থেকে এই বিধি-নিষেধ কার্যকর হয়েছে।

ভারতের সিভিল এভিয়েশন বাংলাদেশের এয়ারলাইনসগুলোকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে ঢাকা থেকে কলকাতাগামী যাত্রীদের এয়ারলাইনসের বোর্ডিং পাস ইস্যুর আগে বিমানবন্দরে ভ্রমণ বিধি-নিষেধ অনুযায়ী সব ধরনের কাগজপত্র আছে কি না, তা দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে। নতুন বিধি-নিষেধ অনুযায়ী বাংলাদেশ থেকে কলকাতা যেতে কভিড-১৯-এর পূর্ণ ডোজ দেওয়ার সনদ, যাত্রার ৭২ ঘণ্টা আগে কভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। যাত্রীদের ভারতের ‘এয়ার সুবিধা পোর্টাল’-এ গিয়ে সেলফ-রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পোর্টালে পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এবং কভিড-১৯ টিকা দেওয়াসংক্রান্ত সনদের ভ্যাকসিন স্ক্যান কপি আপলোড করে ভ্রমণসংক্রান্ত কিছু তথ্য দিতে হবে।

Source: https://www.kalerkantho.com/print-edition/news/2022/01/08/1108858