কলকাতা সিটিতে বিজেপির বাজে ফল, যা বললেন দিলীপ – Jugantor

কলকাতা নিউজ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ বলেছেন, কলকাতায় বিজেপির সংগঠন দুর্বল। তাই কলকাতা সিটির ভোটে বিজেপি ভালো ফল করবে এমন আশা ছিল না।

কলকাতার ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে গত বছরের তুলনায় ভোট কমেছে বিজেপির।

সেই ফল বিশ্লেষণ করতে গিয়ে বৃহস্পতিবার সকালে দিলীপ বলেন, কলকাতা নিয়ে বিজেপির আশা ছিল না। কলকাতার সংগঠন দুর্বল ছিল। এটা মেনে নিতে বাধা নেই।

কলকাতা সিটির নির্বাচনে ২০১৫ সালে ১৫.৪২ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। আসন পেয়েছিল সাতটি। এ বার এই দুই ক্ষেত্রেই ফল খারাপ হয়েছে। মোট প্রাপ্ত ভোটের মাত্র নয় শতাংশ এসেছে বিজেপির ঝুলিতে। জয়ী হয়েছেন মাত্র তিন জন প্রার্থী।

ফল প্রসঙ্গে এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বলেছিলেন, এটি জনতার মত নয়। যেভাবে ভোট হয়েছে, তাতে এ ফলই হওয়ার ছিল।
কিছুটা সুকান্তের সুরেই দিলীপ বলেছেন, এ রাজ্যে সন্ত্রাস চলেছে। কলকাতায় আমরা বিধানসভাতেও ভালো ফল করতে পারিনি।

তবে কলকাতায় বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা মানলেও দিলীপ বলেছেন, রাজ্যের অন্যান্য জেলায় বিজেপির সংগঠন অনেক ভালো। রাজ্যের বাকি অংশে পৌরভোটে তেমন (কলকাতার মতো) হবে না।

Source: https://www.jugantor.com/international/501355/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AA