KMC Municipal Election Result 2021: কলকাতার দুই লোকসভা আসনে পদ্মের থেকে জোড়াফুল এগিয়ে প্রায় ১০ লক্ষ ভোটে! – Anandabazar Patrika

কলকাতা নিউজ

আবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পুরসভাওয়াড়ি ফল বলছে, এ ক্ষেত্রে দু’পক্ষের ব্যবধান ৩ লক্ষ ৩০ হাজার ৫১১। কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায় এই পুরভোটেও ৮৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন। তিনি প্রত্যাশিত ভাবেই জিতেছেন। তাঁর লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণে পুরভোটে তৃণমূল পেয়েছে মোট ৩ লক্ষ ৮৬ হাজার ২টি ভোট। লোকসভা-ভিত্তিক ফলাফলে তৃণমূলের নিকটতম স্থানে রয়েছে বিজেপি। তারা ওই লোকসভা কেন্দ্র এলাকায়। পেয়েছে মোট ৫৫,৪৯১টি ভোট। অর্থাৎ, ব্যবধান ৩ লক্ষ ৩০ হাজার ৫১১ ভোটের।

কলকাতা দক্ষিণ লোকসভা এলাকায় পুরভোটে বামেরা পেয়েছে মোট ৪১,২২৫ ভোট। কংগ্রেস পেয়েছে মোট ২৬,৩৩৩ ভোট।

কলকাতা পুরসভার প্রকাশিত ফল অনুযায়ী, কলকাতা উত্তর ও দক্ষিণ— দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে রয়েছে ৯ লক্ষ ৯০ হাজার ২২ ভোটে। পরবর্তী লোকসভা ভোট এখনও ৩ বছর দূরে। তার আগে কলকাতা পুর এলাকায় সেই অর্থে নেই কোনও বড়মাপের ভোট। অর্থাৎ সব ঠিক থাকলে প্রায় ১০ লক্ষ ভোটে এগিয়ে থেকে ২০২৪ সালের লোকসভা ভোটে কলকাতায় নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পুরসভা এবং লোকসভা-বিধানসভায় ভোট দেওয়ার ক্ষেত্রে ভিন্ন মাপকাঠি বিবেচনায় রাখেন সাধারণ মানুষ।

Source: https://www.anandabazar.com/west-bengal/kolkata/kmc-municipal-election-result-2021-loksabha-scene-after-kmc-result-in-kolkata-city-dgtl/cid/1319870