ভোটার ৫৫৫৫৫, প্রার্থী ৫, কলকাতা পুরভোটের এমন কিছু মজার অঙ্ক – Anandabazar Patrika

কলকাতা নিউজ

ভোট মানেই অঙ্ক! রাজনীতির অঙ্ক, ভোট পাওয়ার অঙ্ক, ভোট কাটাকাটির অঙ্ক। এ অঙ্কে ভোটাররা সংখ্যা মাত্র। কিন্তু ভোটের পরিসংখ্যানে নির্ভেজাল মজার অঙ্কও মিলে যায় কখনও কখনও। যেমন কলকাতার ৬৭ নম্বর ওয়ার্ড। কসবা বিধানসভা এলাকার মধ্যে পড়া এই ওয়ার্ডে লড়ছেন পাঁচ জন প্রার্থী। সে তো অনেক ওয়ার্ডেই আছে। কিন্তু এখানে মোট ভোটারের সংখ্যাটা পাঁচ অঙ্কেরই শুধু নয়— একক, দশক, শতক, সহস্র, অযুত— এই পাঁচটি অঙ্কেই বিরাজ করছে পাঁচ। অর্থাত্‌ ৫৫৫৫৫।

পাঁচের খেলা আছে কলকাতার পাঁচ নম্বর ওয়ার্ডেও। এখানেও প্রার্থীর সংখ্যা পাঁচ। কাকতালীয় ভাবে এর পরের ওয়ার্ড অর্থাত্‌ ছয় নম্বর ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা ছয়।

আরও আছে। ১০০ নম্বর ওয়ার্ডে প্রার্থী সংখ্যা ১০। এই সংখ্যাটাই উল্লেখযোগ্য হয়ে ওঠে পাশের ওয়ার্ড ১০১-এর হিসেব দেখলে। সেখানে প্রার্থী ১১ জন। অর্থাৎ এই দুই তিন অঙ্কের ওয়ার্ডের প্রথম ও তৃতীয় সংখ্যা পাশাপাশি বসালেই মিলে যাবে মোট প্রার্থীর সংখ্যা।

Source: https://www.anandabazar.com/west-bengal/few-funny-numbers-in-kolkata-municipal-election-dgtl/cid/1318382