ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতা মেতে উঠছে ভোট আর ক্রিসমাস উৎসব নিয়ে – mzamin.com

কলকাতা নিউজ

১৯ ডিসেম্বর পুরভোট, ২১ ডিসেম্বর ফল ঘোষণা, ২৫ ডিসেম্বর বড়দিন আর ৩১ ডিসেম্বর বর্ষবরণ- ওমিক্রন আতঙ্কের মধ্যেও এই চার উৎসবকে কেন্দ্র করে এখন জোয়ার কলকাতায়। মাস্কবিহীন জনতা চলেছে ভোট প্রচারে। ভোটের এবং ফলাফলের দিন উৎসবের ঢল কতটা নামে, সামাজিক দূরত্ববিধি কতটা মানা হয় সেটাই দেখার। বড়দিনের উৎসব ২০ ডিসেম্বর শুরু হচ্ছে পার্ক স্ট্রিট এর আলেন পার্কে। ২০ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের সূচনা করবেন। ২০ ফুট উচ্চতার এক ক্রিসমাস ট্রি তৈরি করা হচ্ছে এই উপলক্ষে। এ জে সি বোস রোড থেকে পার্কস্ট্রিট পর্যন্ত ভাসবে আলোয়, তৈরি হচ্ছে আলোর তোরণ।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্ক স্ট্রিট এর উত্তরদিকের পেভমেন্টে কোনও খাবার স্টল করার অনুমতি দেওয়া হচ্ছেনা।

আলেন পার্কে শুধু তিনটি বিপনী থাকবে যেখানে পাওয়া যাবে শুধু ক্রিসমাস কেক ও বড়দিনের স্মারক। ২৫ ডিসেম্বর বাদ দিয়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর চলবে পার্ক স্ট্রিট উৎসব। বর্ষবরণের রাতে মানুষের ঢল নামবে পার্ক স্ট্রিট এ। কোভিড এর অশনি সংকেত কি দেখা যাচ্ছে?

Source: https://m.mzamin.com/article.php?mzamin=306353