আবহাওয়ার খবর: ফের কলকাতার তাপমাত্রা বৃদ্ধি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট – Oneindia Bengali

কলকাতা নিউজ

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ নভেম্বর রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ নভেম্বর রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। এর আগে নিম্নচাপের প্রভাবে রবিবার নাগাদ আবহাওয়ার পরিবর্তনের কথা বলা হয়েছে। সেই মতো শুক্রবার থেকে উপকূলের জেলাগুলির জলীয় বাষ্প ঢোকার কথা। যার জেরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৬.৪ (১৫.৮)
বালুরঘাট
বাঁকুড়া ১৬.৭ (১৬.৮)
ব্যারাকপুর ১৭.৪ (১৬. ৮)
বহরমপুর ১৬.৪
বর্ধমান ১৭ (১৬)
ক্যানিং ১৮.৬ (১৭.৬)
কোচবিহার ১৩.১ (১৩.২)
দার্জিলিং ৮.৬ (৯.২)
দিঘা ১৮.২
কলকাতা ১৯.১ (১৮.২)
মালদহ ১৯.৭ (১৯.৯)
পানাগড় ১৫.৮
পুরুলিয়া ১৫.৫
শিলিগুড়ি ১৪.৩ (১৩.৭)
শ্রীনিকেতন ১৫.৭ (১৫.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮.৯)
বালুরঘাট (২৯.৮)
বাঁকুড়া (২৮.৯)
ব্যারাকপুর (৩০.২)
বহরমপুর (২৮.২)
বর্ধমান (৩০)
ক্যানিং (২৯)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (১৭.৪)
দিঘা (৩১.৩)
কলকাতা (৩০.৫)
মালদহ (২৯.৩)
পানাগড় (২৯.২)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (২৯.৫)
শ্রীনিকেতন (২৮.৬)

বৃষ্টির সঙ্গে তুষারপাত

বৃষ্টির সঙ্গে তুষারপাত

তামিলনাড়ুর উপকূলে থাকা নিম্নচাপ ক্রমেই পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরছে। যার জেরে এদিনই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে অরুণাচল প্রদেশ, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/weather-update-news-of-kolkata-and-west-bengal-for-19-november-2021-in-bengali-148929.html