দ্বিতীয় অংশে কলকাতা ভালো কিছু উপহার দেবে, আশা সাকিবের – The Daily Star Bangla

কলকাতা নিউজ

এবারের আইপিএলে শুরু থেকেই ধুঁকতে থাকা কলকাতা নাইট রাইডার্স আছে টেবিলের তলানিতে। তবে বিরতির পর শুরু হতে যাওয়া দ্বিতীয় অংশে তাদের ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত ১২ সেপ্টেম্বর রাতে আইপিএল খেলতে দুবাই যান সাকিব। সুরক্ষা বলয়ে প্রবেশের জন্য নিয়ম অনুযায়ী তাকে ৬ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। কোয়ারেন্টিন শেষ করে রোববার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু করেছেন অনুশীলন।

২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামার আগে নিজেকে তৈরি করছেন বাংলাদেশের তারকা।  নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করার পর সাকিব জানান ভালো করতে এবার তাদের দল মুখিয়ে আছে,  ‘প্রথম ম্যাচের আর দুদিন আছে, আমার মনে হয় সবাই এখন খেলতে নামার জন্য প্রস্তুত।’

‘আমাদেরকে সমর্থন অব্যাহত রাখুন। আশা করছি কেকেআর দ্বিতীয় অংশ ভালো কিছু উপহার দেবে।’

গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৪ মে মাঝপথে বন্ধ করে দিতে হয় টুর্নামেন্ট। সেই অসমাপ্ত অংশের খেলা শুরু হচ্ছে এবার। বন্ধের আগে এবার ৭ ম্যাচ খেলেছিল কলকাতা। তাতে মাত্র ২ জয় তারা আছে টেবিলের সাত নম্বরে।

শেষ চারে যেতে হলে কলকাতার সামনে সব ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। প্রথম অংশে সাত ম্যাচের মধ্যে প্রথম তিনটিতে খেলার পর একাদশে জায়গা হারান সাকিব। এবার কয়টি ম্যাচ খেলার সুযোগ পান সেটিও অবশ্য দেখার বিষয়।

Source: https://www.thedailystar.net/bangla/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-262751