বিশ্বকর্মা পুজোর দিন সোনার দাম কোন দিকে! কলকাতা সহ বাকি শহরের দর একনজরে – Oneindia Bengali

কলকাতা নিউজ

সোনার দাম ১৭ সেপ্টেম্বর

ভাদ্রমাসের সংক্রান্তিতে সোনার দাম হু হু করে নেমেছে। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.০৩ শতাংশ পড়ে যায়। সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ এই পরিস্থিতি দাঁড়ায় সোনার দামে। এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম শুক্রবার খানিকটা বৃদ্ধির দিকে ছিল। স্পটগোল্ডের দাম এদিন ০.৩ শতাংশ হয়েছে। ফলে স্পট গোল্ডের দাম এক আউন্সে ১,৭৫৮.১০ মার্কিন ডলার হয়েছে। এদিন গ্রিনিচের সময় সাড়ে তিনটে নাগাদ এই দাম দাঁড়ায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১,৭৫৯.৫০ মার্কিন ডলার হয়। এদিন সোনার ফিউচার মূল্য মার্কিন বাজারে ০.২ শতাংশ বাড়ে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে ৬১,২৩১ টাকা দাঁড়িয়েছে। বাজারের হিসাব অনুযায়ী রুপোর দাম ০.২৫ শতাংশ নেমেছে। সামনেই পুজোর মরশুম। বাঙালিদের মধ্যে উৎসবের আবহে সেভাবে সোনা বা রুপো কেনার চল না থাকলেও, দেবীকে মানতের গহনা দেওয়ার রীতি রয়েছে । সেই জায়গা থেকে রুপোর দামে কমতি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এদিকে, সোনার দাম ১০ গ্রামে ভারতে ৪৭,৩৩০ টাকা গত বেশ কয়েকদিন ধেরই চলছিল। ফলে পুজোর মরশুমে যেভাবে সোনার দাম হু হু করে নেমে যাচ্ছে তেমনই রুপোর দামের কমতিও তাৎপর্যপূর্ণ ঘটনা।

সোনার দাম কলকাতায় আজ

সোনার দাম কলকাতায় আজ

বিশ্বকর্মা পুজোর দিন সোনার দাম আজ ফের ৪৭ হাজার টাকার ঘরে। ১০ গ্রামে পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ৪৭৫০০ টাকা, ১ গ্রামে ৪৭৫০ টাকা পাকা সোনার দাম, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে কলকাতায় আজ ৪৫০৫ টাকা, ১০ গ্রামে ৪৫০৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ১ গ্রামে ২২ ক্যারেটে ৪৫৭৫ টাকা ১০ গ্রামে সোনার দাম ৪৫৭৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৬২০ টাকা। মুম্বই ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৩৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬৩৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৫,৭৫০ টাকা, ৪৯,৯৫০ টাকা। বেঙ্গালুরুর সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৪০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম সেখানে ৪৭৩৫০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/gold-price-of-kolkata-and-other-cities-in-india-on-17-september-2021-144672.html