ময়দানের জল্পনা! ISL-এ খেলতে যাওয়ার আগে কি ATK মোহনবাগান কলকাতা লিগ খেলবে? – Bangla Hindustan Times

কলকাতা নিউজ

শোনা যাচ্ছে হাবাসের দল নাকি এএফসি খেলে এসে, আইএসএল খেলতে যাওয়ার আগে কলকাতা লিগে দুটো ম্যাচ খেলতে পারে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ২৭ সেপ্টেম্বর প্রথম ম্যাচ ও ১ অক্টোবর কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামতে পারে এটিকে মোহনবাগান। তবে সবটাই নির্ভর করবে হাবাসের উপর। তবে এখনও পর্যন্ত কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গল বা এটিকে মোহনবাগানকে রেখেই কলকাতা লিগের সূচি তৈরি করছে আইএফএ। কিন্তু এখনও কেউই নিজেদের দল নামায়নি। এই মুহূর্তে ময়দানের খবর, এএফসি  খেলে ফেরার পর ও আইএসএল খেলতে যাওয়ার আগে সবুজ মেরুন ব্রিগেড কলকাতা লিগের দুটি ম্যাচ খেলতে পারে! 

এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা দেবাশিস দত্ত জানিয়েছেন, চলতি মরশুমে কলকাতা লিগে খেলা নিয়ে তারা এখনও কিছু ভাবেননি। আগামী ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের নাসাফের বিরুদ্ধে এএফসি কাপে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচ নিয়েই তারা এখন চিন্তিত। ওই ম্যাচে ভালো করার আশা করছেন তারা। এএফসি কাপের ম্যাচ খেলে ফেরার পরে কলকাতা লিগ নিয়ে ভাববে মোহনবাগান।

কলকাতা লিগের প্রসঙ্গে বলতে গিয়ে দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘আগামী ২ অক্টোবর আমরা আইএসএলের বায়ো বাবলে প্রবেশ করব। তার মধ্যে যদি কোনও খেলা পড়ে আমরা আলোচনা করে খেলতেই পারি। আমরা কখনই বলিনি যে, কলকাতা লিগ খেলব না। সংবাদমাধ্যম বলেছিল এই কথা। আমরা বলেছি যে, আমরা এএফসি নিয়ে ব্যস্ত আছি। আমাদের ৯ জন প্লেয়ার জাতীয় শিবিরে চলে গিয়েছিল। আমরা সেই পরিস্থিতির কথা আইএএফএ-কে জানিয়ে ছিলাম।’ 

কলকাতা লিগে কোনও জৈব বলয় নেই। এদিকে এএফসি কাপ ও আইএসএল-এ এটিকে মোহনবাগানের ফুটবলাররা জৈব বলয়ের মধ্যে থাকবেন। সেক্ষেত্রে কী এটিকে মোহনবাগান কলকাতা লিগে দল নামানোর ঝুঁকি নেবে কিনা সেটাই এখন দেখার। তবে আইএফএ এখনও আশায় রয়েছে। বাংলার ফুটবলের উন্নয়নের স্বার্থে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে কলকাতা লিগে খেলার কথা জানাচ্ছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

Source: https://bangla.hindustantimes.com/sports/football/maidan-speculation-will-atk-mohun-bagan-play-kolkata-league-before-going-to-play-in-isl-31631795197812.html