জাতীয় অপরাধ পঞ্জি ব্যুরো: কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর – ভয়েস অফ আমেরিকা

কলকাতা নিউজ

ভারতের ‘জাতীয় অপরাধ পঞ্জি ব্যুরো’ এনসিআরবি-র সদ্য প্রকাশিত রিপোর্টে কলকাতা দেশের নিরাপদ শহর হিসেবে আবারও প্রথম স্থান অধিকার করেছে। ভারতীয় দণ্ডবিধির হিসেব অনুযায়ী কলকাতার স্কোর হয়েছে ১২৯.৫ এর ঠিক পরেই আছে হায়দ্রাবাদ ২৩৩, মুম্বাই ৩১৮.৬ এবং বেঙ্গালুরু ৪০১.৯। সারাদেশের জাতীয় গড় দাঁড়িয়েছে ৮১০। আর সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে চিহ্নিত হয়েছে আবারও দিল্লি।

এই নিয়ে পরপর তিনবার কলকাতা নিরাপদ শহর হিসেবে সারা দেশে শীর্ষ স্থান অধিকার করল। ২০১৭ থেকে কলকাতায় অপরাধের মাত্রা কমেই চলেছে। শুধু ২০১৯ সালে ঠিক সময়ে অপরাধের রেকর্ড এনসিআরবি-র কাছে পৌঁছয়নি বলে সেবার কলকাতার কোনও নম্বর যোগ হয়নি।

এবার রিপোর্টে সারা দেশের অপরাধ সমূহ নিয়ে যা যা বলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো, লকডাউনের সময় জাতিগত হিংসা এবং সাম্প্রদায়িক হিংসা বেড়েছে। পারিবারিক হিংসার সংখ্যা বেড়েছে এবং মেয়েদের প্রতি অপরাধের মাত্রা বেড়েছে।

কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের একজন উচ্চপদস্থ গোয়েন্দা অফিসার বলেছেন, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় অবস্থা আলাদা। কারণ, এই শহরে পুলিশের সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে, ফলে টহলদারি বাড়ানো গিয়েছে এবং কারিগরি প্রযুক্তির ব্যবহার আরও বিজ্ঞানসম্মত ভাবে করা হচ্ছে। রাতে পুলিশ আরও বেশি সতর্ক থেকেছে। এই সব মিলিয়ে কলকাতায় অপরাধের মাত্রা অনেকটাই কমছে।

Source: https://www.voabangla.com/a/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7-%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0-/6231276.html