পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ, শীর্ষে কলকাতা – Bangladesh Journal

কলকাতা নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। রাজ্যটিতে গত মঙ্গলবার থেকে করোনার দৈনিক সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার জেলাভিত্তিক তালিকায় আবার শীর্ষে উঠে এসেছে রাজ্যটির রাজধানী কলকাতা। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র উপরে। বেড়েছে সংক্রমণের হারও। এ নিয়ে টানা চার দিন রাজ্যে দৈনিক মৃত্যু দুই অংকে। খবর আনন্দবাজার অনলাইনের।

|আরো খবর

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৯৭৮। বুধবারের তুলনায় কলকাতায় দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়াল ১২২। জেলাভিত্তিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় তা সামান্য কমে হয়েছে ১০২। তালিকায় তার পরই রয়েছে হাওড়া, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগনা।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত প্রাণ গেছে ১৮ হাজার ৪৭২ জনের। বুধবারের হিসেব ধরে রাজ্যটিতে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমে হয়েছে ৮ হাজার ৭৩৪। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা – দুই জেলাতেই বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। বিগত দু’দিন রাজ্যে সংক্রমণের হার কমলেও বৃহস্পতিবার ফের বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৩ শতাংশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৪২৮ জন। তার আগের দিন ১২ লাখ ৫৮ হাজার ৭২৬ জন টিকা পেয়েছিলেন রাজ্যে। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা চার কোটি ১০ লাখ ৯৯ হাজার ৪৬৮।

বাংলাদেশ জার্নাল / টিটি

Source: https://www.bd-journal.com/international/172761/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE