মুজিবের কলকাতা, কলকাতার মুজিব – প্রথম আলো

কলকাতা নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের উত্থান কলকাতা শহরে। সেখানেই তিনি বাংলার বৃহত্তর রাজনীতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, সুভাষচন্দ্র বসু, আবুল হাশিমদের মতো চিন্তানায়কদের সান্নিধ্যে আসেন।
১৯৪২ সালে উচ্চমাধ্যমিকে পাঠ গ্রহণের জন্য কলকাতায় আসেন বঙ্গবন্ধু। ভর্তি হন বিখ্যাত ইসলামিয়া কলেজে, যা বর্তমানে মৌলানা আজাদ কলেজ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টির পর বঙ্গবন্ধু ঢাকায় চলে আসেন। কিন্তু মাঝের এই চারটি বছর ছিল তাঁর জীবনের খুবই ঘটনাবহুল সময়। এর বিস্তারিত বর্ণনা তিনি লিখেছেন ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। পাকিস্তান সৃষ্টির পর দীর্ঘ অবস্থিতির জন্য তাঁর আর কলকাতা যাওয়া হয়নি। পশ্চিম পাকিস্তানে যাওয়ার পথে হয়তো যাত্রাবিরতি দিয়েছেন কখনো-সখনো।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু যখন লন্ডন থেকে স্বাধীন বাংলাদেশে ফিরছিলেন, সে সময় তাঁর সফরসূচিতে কলকাতায় যাত্রাবিরতির কথা ছিল। কিন্তু সময়স্বল্পতার জন্য সেটা তা হয়নি। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর প্রিয় নগরীতে তিনি আবার আসবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় আসেন বঙ্গবন্ধু। তাঁর আগমন উপলক্ষে ওই দিনই অধুনালুপ্ত কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদিক সুশীল মিত্র দারুণ একটি প্রতিবেদন লেখেন। সেখানে বঙ্গবন্ধুর শিক্ষক, সহপাঠী ও কর্মচারীদের স্মৃতিচারণা ছিল। ৫০ বছর পর ওই লেখাটি জয়দীপ দে তাঁর ‘বঙ্গবন্ধুর কলকাতা জয়’ বইয়ে সংকলিত করেন। প্রথম আলোর পাঠকদের জন্য সেই মূল্যবান প্রতিবেদন তুলে ধরা হলো।

Source: https://www.prothomalo.com/onnoalo/treatise/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC