ভ্যাকসিন দেখলেই দৌড়ে পালাচ্ছে কলকাতা লাগোয়া এই এলাকার বাসিন্দারা, আসরে নামল প্রশাসন – Asianet News Bangla

কলকাতা নিউজ

ভ্যাকসিনে অনীহা গোটা গ্রামের। আসরে নামলেন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা। কোভিড সচেতনতা তো দুরের কথা, আতঙ্কে ভ্যাক্সিনই নিতে চাইছিলেন না এই এলাকার বাসিন্দারা ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর ব্লকের খেয়াদহ ১ নম্বর গ্রামে।

আরও পড়ুন, কোভিডে কলকাতায় একদিনে মৃত্যু কমে ৯, সুস্থতার হার বাড়ল কি 

সকলেই আদিবাসী সম্প্রদায়ের ৷ বসবাস করেন কলকাতা থেকে মাত্র ১৫/২০ কিলোমিটার দুরে সোনারপুর ব্লকের খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইলেন গ্রামে ৷ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার উদ্‌যোগ নেওয়া হলে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় তাদের ৷ অনেকেই আবার শরীর খারাপের নানানরকম অজুহাত দিয়েছেন ৷ অবশেষে আসরে নামেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফি্রদৌসী বেগম, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর বিডিও সৌরভ ধল্ল ও সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র এবং নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী৷ তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝানো শুরু করেন তাদের ৷ তাদের সাহায্যে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও ৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোট একশো জনকে ভ্যাক্সিন দিতে সক্ষম হয়েছেন তারা ৷ 

আরও পড়ুন, ভবানীপুরে কী কারণে প্রার্থী দিতে চান না অধীর, কি বলছে CPM 

পাশপাশি, সচেতনতা বাড়াতে ও সকলকে ভ্যাক্সিন দিতে প্রশাসনের পক্ষ থেকে আগামী সপ্তাহেই এখানে ক্যাম্প করা হবে বলে জানানো হয়েছে ৷ তবে ভ্যাক্সিন নেওয়ার পর অবশ্য অনেকটাই ভয় কেটেছে এলাকার বাসিন্দাদের ৷ বাকিরাও যাতে ভ্যাক্সিন নেন সেই উদ্যোগ তারাও নেবেন বলে জানান ৷

Last Updated Jun 20, 2021, 9:39 AM IST

Source: https://bangla.asianetnews.com/coronavirus-westbengal/residents-of-kheadaha-village-near-kolkata-do-not-want-to-be-vaccinated-in-panic-rtb-quzfja