সারা রাত বৃষ্টি, ভাসল কলকাতা – DW (বাংলা)

কলকাতা নিউজ

জল দাঁড়িয়ে গেছে সাদার্ন অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, বেহালা, পার্ক সার্কাস সহ বিভিন্ন অঞ্চলে।

হবে নাই বা কেন। রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সমানে প্রবল বৃষ্টি হয়েছে। তার উপর সকাল সাতটা পর্যন্ত গঙ্গায় জোয়ার ছিল বলে লকগেট খোলা যায়নি। আবহাওয়া অফিস জানাচ্ছে, সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুরে ১৭৯ মিলিমিটার। এছাড়া কালীঘাটে ১৬৮, বেহালায় ১৬৩, বালিগঞ্জে ১৪৮, উল্টোডাঙ্গায় ৮৪, বেলগাছিয়ায় ৮২ ও মানিকতলায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পুরসভা জানিয়েছে, জল নামতে কিছুটা সময় লাগবে। সাতটার পর লকগেট খোলা হয়েছে। পাম্পও চালু করা হয়েছে। জল এবার নেমে যাবে। তবে যদি আবার বৃষ্টি শুরু হয় তা হলে জল আবার জমতে পারে।  আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টি হতে পারে। শুধু কলকাতা নয়, পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেই বৃষ্টি হবে। ফলে শহরবসীকে আরো দুর্ভোগে পড়তে হতে পারে।

জিএইচ/এসজি(পিটিআই, আনন্দবাজার)

Source: https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE/a-57930370