করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী কলকাতা-উত্তর ২৪ পরগনায়, ৮ জেলায় সক্রিয় সহস্রাধিক – Oneindia Bengali

কলকাতা নিউজ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ৪ হাজারে নিচে নামল এই প্রথম। বাংলায় ৪২৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪০১। উত্তর ২৪ পরগনায় ৬৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৭৪১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪২৫৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৩৮২৭। শুধু এদিনই কলকাতায় ৪০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৭৪১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৭৫৮৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫০০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১০৩৫৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪২৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৩৪৯১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬১০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬২৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৭৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯১৭২৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯০৩৯৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৭৪ জন। হুগলিতে ২৬৪ জন বেড়ে আক্রান্ত ৭৭৪৭৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১১৫ জন, কোচবিহারে ২০১ জন, দার্জিলিংয়ে ৩২৯ জন, কালিম্পংয়ে ২৫ জন, জলপাইগুড়িতে ২৫৩ জন, উত্তর দিনাজপুরে ৮৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৮ জন, মালদহে ৩০ জন, মুর্শিদাবাদে ৩৪ জন, নদিয়ায় ২৮৬ জন, বীরভূমে ৩৮ জন, পুরুলিয়ায় ৯ জন, বাঁকুড়ায় ১১৮ জন, ঝাড়গ্রামে ৫৭ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩৮৪ জন, পূর্ব বর্ধমানে ১১৮ জন, পশ্চিম বর্ধমানে ৫৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/coronavirus-active-case-of-eight-districts-with-kolkata-are-up-of-one-thousand-135993.html