বাংলাদেশ গোল পাবে, বিশ্বাস কলকাতা ম্যাচের নায়কের – Bangla Tribune

কলকাতা নিউজ

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হাজারও দর্শকের সামনে জামাল ভূঁইয়ার ফ্রি কিকে সাদ উদ্দিন লাফিয়ে উঠে হেডে গোলকিপার গুরপ্রীত সিংকে হারিয়ে দেন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে সেই গোলটি এখনও জ্বলজ্বলে। আজ (সোমবার) আবারও সেই ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

কিন্তু কলকাতায় গোল করা সাদ এবার দলে নেই। ঢাকায় থাকতেই চোটের কারণে আবাসিক ক্যাম্প ছেড়ে চলে যেতে হয়েছে। তবে সাদ নিজে না থাকলেও দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। আবাহনী লিমিটেডের এই উইঙ্গারের প্রত্যাশা, ভারতের বিপক্ষে এবারও গোল পাবে দল।

জেমি ডের দল রক্ষণ জমাট রেখে প্রতিআক্রমণে খেলে থাকে। আগের ম্যাচে আফগানদের বিপক্ষে গোল করেছিলেন ডিফেন্ডার তপুর বর্মণ। আর ভারতের বিপক্ষে যে কারও গোল পাওয়ার সম্ভাবনা দেখছেন সাদ, ‘আমাদের দলের স্ট্রেন্থ ভালো। আমরা যদি নিজেদের খেলাটা পারি, তাহলে পয়েন্ট পাওয়া সম্ভব। এরই সঙ্গে নিজেদের রক্ষণ জমাট রেখে খেলতে হবে।’

কাতারের দোহাতে খেলতে চেয়েছিলেন সাদ নিজেও। কিন্তু চোটের কারণে তা হয়নি। এ নিয়ে অবশ্য সাদের হতাশা কম নয়, ‘কলকাতায় খেলেছিলাম। এবারও খেলতে চেয়েছিলাম। কিন্তু তা হলো না। পায়ের চোট আমাকে ছিটকে দিয়েছে। যার কারণে খারাপ লাগছে। তবে আমার শুভকামনা রইলো সবার প্রতি। আশা করছি দল সাফল্য পাবে।’

Source: https://www.banglatribune.com/684390/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0