কলকাতার দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত, বেঙ্গালুরু-কলকাতা ম্যাচ স্থগিত | কালের কণ্ঠ – কালের কন্ঠ

কলকাতা নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩০তম ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে কলকাতার দুই খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

বিবৃতি আরো বলা হয়েছে, কলকাতার স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দ্বীপ ওয়ারিওর করোনা পজিটিভ হয়েছেন। তবে দলের বাকি সদস্যগণের ফলাফল নেগেটিভ এসেছে। বরুণ ও ওয়ারিওরকে এরই মধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।

ওয়ারিওর এখনো কলকাতার একাদশে সুযোগ না পেলেও বরুণ খেলেছেন প্রায় সবকটি ম্যাচই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানায়নি আইপিএলে কর্তৃপক্ষ।

Source: https://www.kalerkantho.com/online/sport/2021/05/03/1029945