নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট, রাধাকৃষ্ণানের স্থলাভিষিক্ত রাজেশ – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Sanjay Ghoshal

image

কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে বৃহস্পতিবার। ওইদিনই বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণান অবসর নিতে চলেছেন। তাঁর জায়গায় হাইকোর্টের প্রধান বিচারপতির

দায়িত্ব নেবেন কলকাতা হাইকোর্টেরই প্রবীণ বিচারপতি রাজেশ বিন্দাল। ২৯ এপ্রিল নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি।

প্রবীণ বিচারপতি রাজেশ বিন্দাল ১৯৮৫ সালে পেশগত জীবনে প্রবেশ করেন। তিনি আয়কর সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ হয়ে ওঠেন। তারপর পঞ্জাব, হরিয়ানা হাইকোর্টে একাধিক মামলায় সুনাম অর্জন করেন তিনি। কেন্দ্রীয় সরকারের কিছু মামলাতেও তাঁর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। রাজ্য সরকারের বিভিন্ন আয়কর সংক্রান্ত মামলাতেও তিনি পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

সফল আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৬ সালে প্রথমবার বিচারক হিসেবে নিযুক্ত হন রাজেশ বিন্দাল। পঞ্জাব ও হরিয়ানা আদালতে তিনি বিচারপিতর দায়িত্ব পান। এরপর জম্মু-কাশ্মীরের হাই কোর্টে বদলি হয়ে যান তিনি। ২০২১-জানুয়ারিতে তিনি কলকাতা হাইকোর্টে বদলি হয়ে আসেন। এবার কলকাতাতেই তিনি প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন।

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/kolkata-high-court-will-get-new-chief-justice-as-rajesh-bindal-place-of-radhakrishnan-131660.html