টস হেরে ফিল্ডিংয়ে কলকাতা, একাদশে সাকিব – সমকাল

কলকাতা নিউজ

সাকিবের কলকাতা  নাইট রাইডার্সকে ২০৫ রানের লক্ষ্য দিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুতে দুই উইকেট হারানোর ধাক্কা দারুণভাবে সামাল দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে রান পাহাড়ে চাপা পড়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ‍২ ওভারে রান বেশি দেওয়ায় চার ওভারের কোটা শেষ করতে পারেননি সাকিব আল হাসান। জয়ে ফিরতে তাদের দরকার ২০৫ রান। ম্যাক্সওয়েল ও  ডি ভিলিয়ার্সের ঝড়ো ফিফটিতে বেঙ্গালুরু ৪ উইকেটে করেছে ২০৪ রান।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দশম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স। টানা তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানকে রেখে একাদশ ঘোষণা করেছে কলকাতা। 

রোববার বিকেল ৪টায় চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হয়। বেঙ্গালুরুর নেতৃত্বে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি আর কলকাতার নেতৃত্বে ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যান।

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এই আসরে পথ চলা শুরু হয় কোহলিদের, দ্বিতীয় ম্যাচে তারা হারায় সানরাইজার্স হায়দরাবাদকে। অন্যদিকে হায়দরাবাদের বিপক্ষে জয়ে শুরুর পর মুম্বাইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারে কলকাতা।

তিন বিদেশি নিয়ে মাঠে নেমেছে বেঙ্গালুরু। বাদ পড়েছেন ড্যান ক্রিস্টিয়ান। তার পরিবর্তে একাদশে এসেছেন রজত পাতিদার। তবে একাদশে পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে কলকাতা। 

কলকাতা একাদশ: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠী, সাকিব আল হাসান, এউইন মরগ্যান, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্ত্তী, হরভজন সিং ও প্রসিদ্ধ কৃষ্ণা।

বেঙ্গালুরু একাদশ: দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি (অধিনায়ক) শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, রজত পাতিদার, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল। 

Source: https://samakal.com/sports/article/210459193/%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC