সরস্বতী পুজোয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘টুম্পা সোনা’ গান, নাচ! তদন্তের নির্দেশ – News18 বাংলা

কলকাতা নিউজ
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এভাবেই নাচতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের৷

ছাত্রছাত্রীদের কয়েকজনই এই নাচগানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন৷ তার পরই গোটা বিষয়টি নজরে আসে৷

  • Share this:

#কলকাতা: উপলক্ষ সরস্বতী পুজো৷ আর তা উদযাপনে তারস্বরে বাজছে ‘টুম্পা সোনা’ গান৷ সেই গানের সঙ্গে চলছে ছাত্রছাত্রীদের উদ্দাম নাচ৷ মঙ্গলবার এমনই দৃশ্যের সাক্ষী কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস৷

সরস্বতী পুজোর দিন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে চটুল গানের সঙ্গে ছাত্রছাত্রীদের নাচানাচির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে৷ নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ উপাচার্যের অবশ্য দাবি, সরস্বতী পুজো বা তার সঙ্গে কোনও অনুষ্ঠানের অনুমতিই দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কোন ছাত্রছাত্রীরা এই কাণ্ড ঘটালেন, তাঁদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

করোনার বিধিনিষেধ কাটিয়ে কয়েক দিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে৷ মঙ্গলবার ক্যাম্পাসেই ছাত্রছাত্রীদের তরফে সরস্বতী পুজোর আয়োজন করা হয়৷ উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনও ছাত্র সংসদ নেই৷ যদিও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেই কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সরস্বতী পুজোর আয়োজন করা হয়৷ সেখানে হাজির হন প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও৷ এই পুজো উপলক্ষে জমায়েত হওয়া কয়েকজন ছাত্রছাত্রী নাচগানে মেতেছিলেন৷ ক্যাম্পাসের মধ্যেই লাগানো হয়েছিল বড় বড় ডিজে বক্স৷ সেই বক্সেই ‘টুম্পা সোনা’ সহ একাধিক বাংলা ও হিন্দি চটুল গান বাজানো হয়৷ সঙ্গে চলতে থাকে নাচ৷

ছাত্রছাত্রীদের কয়েকজনই এই নাচগানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন৷ তার পরই গোটা বিষয়টি নজরে আসে৷ বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও৷ উপাচার্য সোনালীদেবী জানিয়েছেন, ‘সরস্বতী পুজোর নামে কিছু উচ্ছশৃঙ্খলতার খবর আমার নজরে এসেছে৷ দ্ব্যর্থহীন ভাষায় এর নিন্দা করছি৷ যা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই হয়েছে৷ সরস্বতী পুজোর অনুমতিও দেওয়া হয়নি৷ বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র সংসদ নেই৷ কী করে এই ঘটনা ঘটল তার কঠোরতম তদন্ত হবে৷ এই ধরনের ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী৷ এই ঘটনা অনভিপ্রেত৷

সোনালীদেবী আরও জানিয়েছেন, নিয়ম মতো পুজো করতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তার টাকা ছাত্র সংসদের হাতে দেয়৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা না দেওয়া সত্ত্বেও কী ভাবে পুজোর ব্যবস্থাপনা করা হল, সেই প্রশ্নও তুলেছেন উপাচার্য৷ কোথা থেকে টাকা এল, সেই উৎস খুঁজে বের করতে পারলেই পুজো এবং নাচগানের পিছনে কারা আছে, তা খুঁজে বের করা সম্ভব হবে বলেই দাবি করেছেন উপাচার্য৷

Somraj Bandopadhyay

Published by:
Debamoy Ghosh

First published:
February 17, 2021, 9:09 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/calcutta-university-orders-probe-after-video-surfaces-showing-students-dancing-with-vulgar-song-inside-campus-dmg-561200.html