বেআইনিভাবে ৫০ লক্ষ টাকা রাখার অভিযোগ! কলকাতায় গ্রেফতার বিহারের বাসিন্দা – ABP Ananda

কলকাতা নিউজ

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: খাস কলকাতায় উদ্ধার ৫০ লক্ষ টাকা ৷ বেআইনিভাবে ওই বিপুল পরিমাণ টাকা রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে ৷ ধৃতের নাম পবন যাদব ৷ পুলিশ সূত্রের খবর, পোস্তায় রবীন্দ্র সরণি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ বিহারের বাসিন্দা পবন ৫০ লক্ষ টাকা কি কারণে নিয়ে এসেছিল শহরে, কাকে দেওয়ার কথা ছিল কোনও সদুত্তর দিতে না পারায় পুলিশ তাকে গ্রেফতার করে ৷ ধৃতের বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে| কলকাতা পুলিশের গোয়েন্দারা বিভিন্ন জায়গা থেকে গত একমাসে এই নিয়ে মোট এক কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছেন৷ ধৃত পবনের সঙ্গে আর কারোর যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা ৷

গোয়েন্দাদের দাবি, পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে দু’হাজার টাকার নোট ও পাঁচশো টাকার নোটে রয়েছে | নীল চেক শার্ট পরে শান্ত চেহারার পবন কোথা থেকে এই বিপুল পরিমাণ পেল সেদিকে খতিয়ে দেখা হচ্ছে ৷ পোস্তা এলাকায় একটি নাম করা হাসপাতালের সামনে তাকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ আধিকারিকরা ৷ উদ্ধার হয় বিপুল পরিমানে কড়কড়ে পাঁচশো ও দু’হাজার টাকার নোট ৷ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হয় ধৃতের কাছ থেকে৷ তদন্তকারীদের কাছে পবন দফায় দফায় জিজ্ঞাসাপর্বে ওই বিপুল টাকার উৎস সম্পর্কে কোনও সদর্থক উত্তর দিতে পারেনি ৷ এরপরই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ ধৃতকে আদালতে পেশের পর জেরা করে জানার চেষ্টা করা হবে এই টাকার উৎস কোথায় | কোথা থেকে কার থেকে সে এই বিপুল টাকা পেল? পোস্তায় অন্য কাউকে ওই টাকা দেওয়ার কথা ছিল? এই বিপুল টাকা কোনো বেআইনি কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকররা ৷

কলকাতা পুলিশ শহরের এন্ট্রি,এক্সিট পয়েন্ট-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অতিরিক্ত নজরদারি রাখছে৷ পোস্তা, বড়বাজার, বৌবাজার বা পোর্ট এলাকায় ঘন জনবসতিপূর্ণ এলাকায় জাল নোটের কারবারের উপর রাশ টানতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন৷ তাই অসামাজিক বা বেআইনি কারবার রুখতে তৎপর গোয়েন্দারা | শহরে অস্ত্র কারবার বা জাল নোট চক্র উপর অতিরিক্ত নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা ৷

Source: https://bengali.abplive.com/crime/man-arrested-in-kolkata-alleged-for-carrying-illegally-rs-50-lakh-788158