কলকাতা-উত্তর ২৪ পরগনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে, টানা চারদিন নিম্নমুখী গ্রাফ – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Sanjay Ghoshal

image

করোনায় কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণই শুধু ১৫০-র উপরে। বাকি সব জেলাতেই দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে বাংলায়। বাকি সব জেলায় ১ থেকে ৪১-এর মধ্যে রয়েছে করোনার সংক্রমণ। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় টানা চারদিন নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ

কলকাতা-উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ নিম্নমুখী চার দিন

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হয়েছে ৬০৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৫০। উত্তর ২৪ পরগনায় ১৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমছে ধীরে ধীরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৪২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪৩৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৬৫৭১। শুধু এদিনই কলকাতায় ১৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৪২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২২০৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৩৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২০২২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৬ জন। মৃত্যু হয়েছে মোট ২৪৩৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৫৯৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮০৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬৭২৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫২৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন। হুগলিতে ৩১ জন বেড়ে আক্রান্ত ২৯১৫৭ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৭৭, কোচবিহারে ১১৭৭২, দার্জিলিংয়ে ১৮১৩৪, কালিম্পংয়ে ২২০২, জলপাইগুড়িতে ১৪৫৫০, উত্তর দিনাজপুরে ৬৫৫১, দক্ষিণ দিনাজপুরে ৮১২৯, মালদহে ১২৫৯৮, মুর্শিদাবাদে ১২১৫৮, নদিয়ায় ২২২৭২, বীরভূমে ৯৮৭৩, পুরুলিয়ায় ৭১০১, বাঁকুড়ায় ১১৬৩৩, ঝাড়গ্রামে ৩০১১, পশ্চিম মেদিনীপুরে ২০০৯৫, পূর্ব মেদিনীপুরে ২০৪৪৯, পূর্ব বর্ধমানে ১২৫২০, পশ্চিম বর্ধমানে ১৫৯৭৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/corona-daily-infection-of-kolkata-and-north-24-pargana-only-more-than-150-121719.html