কলকাতা-উত্তর ২৪ পরগনা উদ্বেগ বাড়াচ্ছে, দৈনিক সংক্রমণের থেকে কম সুস্থের সংখ্যা – Oneindia Bengali

কলকাতা নিউজ

Kolkata

oi-Sanjay Ghoshal

image

করোনা সক্রিয়ের হারে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়েছে কলকাতা। বিগত কয়েকদিন ধরে কলকাতায় করোনাজয়ীর সংখ্যা বাড়ছিল। মঙ্গলবারের পরিসংখ্যান দেখাল অন্য ছবি, উত্তর ২৪ পরগনার মতো কলকাতাতেও করোনায় সুস্থতার সংখ্যা দৈনিক সংক্রমণের থেকে কম। ফলে বাড়ল সক্রিয়ের সংখ্যা।

কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণের থেকে কম সুস্থ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হয়েছে ৭৫১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৩০। উত্তর ২৪ পরগনায় ২২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমছে ধীরে ধীরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০২৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪০৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৫৯২২। শুধু এদিনই কলকাতায় ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০২৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২১৩৫১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৪৫ জন। সক্রিয়ের সংখ্যা বাড়ল ৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৯৩৯৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২০ জন। মৃত্যু হয়েছে মোট ২৪০৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৫৩২৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৬০ জন। সক্রিয়ের সংখ্যা বাড়ল ৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬৫৬৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫১০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩২ জন। হুগলিতে ২৯ জন বেড়ে আক্রান্ত ২৯০২০ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৬৯, কোচবিহারে ১১৭৬০, দার্জিলিংয়ে ১৮০৬২, কালিম্পংয়ে ২১৯৪, জলপাইগুড়িতে ১৪৫১৯, উত্তর দিনাজপুরে ৬৫২০, দক্ষিণ দিনাজপুরে ৮১২১, মালদহে ১২৫৬৮, মুর্শিদাবাদে ১২১০৫, নদিয়ায় ২২১৮৭, বীরভূমে ৯৮২৩, পুরুলিয়ায় ৭০৭৩, বাঁকুড়ায় ১১৫৯৩, ঝাড়গ্রামে ৩০০৫, পশ্চিম মেদিনীপুরে ২০০৬৩, পূর্ব মেদিনীপুরে ২০৩৯৫, পূর্ব বর্ধমানে ১২৪৭৮, পশ্চিম বর্ধমানে ১৫৮৫৬৮ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

  • দিল্লি সহ ১৩টি শহরে পৌঁছালো কোভিশিল্ড! টিকাকরণের আগে যুদ্ধকালীন তৎপরতা শুরু একাধিক রাজ্য
  • সফর বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর, এ বছর বিদেশি অতিথি ছাড়াই পালিত হবে ‌৭২তম প্রজাতন্ত্র দিবস
  • adg_65_100x83
  • ক্লান্তি–অনিদ্রার সমস্যা! কোভিড পরবর্তী কোন বিষয়ে জোর দেবেন, কী বলছেন বিশেষজ্ঞরা
  • বাংলায় এল করোনা ভ্যাকসিন, ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ, জানালেন মুখ্যসচিব
  • বাংলায় ভ্যাকসিন কীভাবে সরবরাহ হচ্ছে! একনজরে রোডম্যাপ
  • কলকাতার বাজারেও জাঁকিয়ে বসছে বার্ড-ফ্লু আতঙ্ক, নববর্ষের শুরুতেই হু হু করে কমছে মাংসের দাম
  • করোনার কোপে প্রজাতন্ত্র দিবস! বাদ পড়ছে একাধিক অনুষ্ঠান, কমছে দর্শক সংখ্যাও
  • থাইল্যান্ড ওপেন শুরুর আগে অঘটন! করোনায় আক্রান্ত সাইনা নেহওয়াল
  • ভ্যাকসিন অভিযান শুরুর আগেই দৈনিক সংক্রমণে পতন, কমল মৃত্যুও
  • আপনার সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনার ৭টি উপায়
  • চার জেলায় ১ জন করে করোনা আক্রান্ত, কলকাতা-উত্তর ২৪ পরগনায় শতাধিক
  • করোনা টিকাকরণ নিয়েও কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব, খরচ নিয়ে প্রশ্ন মমতার, উত্তরে কী জানালেন প্রধানমন্ত্রী মোদী

Source: https://bengali.oneindia.com/news/kolkata/corona-daily-infection-more-than-discharge-in-kolkata-and-north-24-pargana-121322.html