করোনার ভয়াবহতা কমছে, কলকাতা ও উত্তর ২৪ পরগনায়-সহ জেলার পরিসংখ্যান একনজরে – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Sanjay Ghoshal

image

কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও দৈনিক করোনা সংক্রমণের প্রকোপ কমছে। কমছে মৃত্যু মিছিলও। পরপর কয়েকদিন দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে একচু রাশ টানা সম্ভব হয়েছে। অন্যান্য জেলাগুলি্তেও সংক্রমণ প্রবণতা কমেছে। মঙ্গলবার টেস্ট বাড়ার পরও চিত্রটা বিশেষ বদলায়নি। সুস্থতার হারেও স্বস্তির ছাপ।

image

Positive Story : ২২ শে ডিসেম্বর কোভিড ১৯ আপডেট : রাজ্যে নতুন করে সুস্থের সংখ্যা বাড়ল ২৩৪২

করোনার ভয়াবহতা কমছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৫৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮৮। উত্তর ২৪ পরগনায় ৩৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের বাড়বৃদ্ধি একটু কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৮৮২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২২৫২।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২০৫০৩। শুধু এদিনই কলকাতায় ৩৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৮৮২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৩৭৬১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৮৬০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫২৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৩৭৮৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। মৃত্যু হয়েছে মোট ২২৫২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৮৫৬২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৭৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫১১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৫৪২২। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৩৯৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭২ জন। হুগলিতে ৬৫ জন বেড়ে আক্রান্ত ২৭৮৫৯ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৭৫৮১, কোচবিহারে ১১৫০০, দার্জিলিংয়ে ১৭৩৬৮, কালিম্পংয়ে ২১০৬, জলপাইগুড়িতে ১৪০৫৭, উত্তর দিনাজপুরে ৬৩০৯, দক্ষিণ দিনাজপুরে ৮০৩৭, মালদহে ১২৩০৫, মুর্শিদাবাদে ১১৭৪০, নদিয়ায় ২১০৩৯, বীরভূমে ৯৩৫৩, পুরুলিয়ায় ৬৭৬৬, বাঁকুড়ায় ১১১০৩, ঝাড়গ্রামে ২৯০৪, পশ্চিম মেদিনীপুরে ১৯৫০২, পূর্ব মেদিনীপুরে ১৯৭২৬, পূর্ব বর্ধমানে ১১৯৮৭, পশ্চিম বর্ধমানে ১৫০১৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/coronavirus-infection-decreased-according-to-statistics-of-all-districts-of-west-bengal-119289.html