Bharat Bandh: সকাল থেকে কলকাতা স্বাভাবিক ছন্দে, অরাজকতা এড়াতে রাস্তায় নেমেছে পুলিশ – ABP Ananda

কলকাতা নিউজ

কৃষি আইনের প্রতিবাদে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক। ধর্মঘটের আহ্বান কৃষক সংগঠনগুলির। এই বনধে মূলত যে দাবিটিকে সামনে রাখা হয়েছে তা হল, যে তিনটি কৃষি আইন লাগু করেছিল মোদি সরকার, তা অবিলম্বে বাতিল করতে হবে। আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় স্বাভাবিক যান চলাচল। ধর্ঘটের সমর্থনে বাম সংগঠনগুলি রাস্তায় নেমেছে। কোনওরকম অরাজকতা এড়াতে রাস্তায় নেমেছেন পুলিশ। আজকের এই দাবিকে সমর্থন জানিয়েছে রাজ্যের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই। ধর্মতলা, উল্টোডাঙা, বেলেঘাটা এলাকায় এক কথায় বনধের তেমন কোনও প্রভাব এখনও চোখে পড়েনি।

Source: https://bengali.abplive.com/videos/news/calcutta-bharat-bandh-no-such-impact-was-seen-in-various-parts-of-kolkata-police-deployed-to-ensure-peace-768122