কলকাতা ও উত্তর ২৪ পরগনাসহ উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ – Kolkata24x7

কলকাতা নিউজ

কলকাতা: কলকাতা ও উত্তর ২৪ পরগনাসহ উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, কলকাতায় মোট আক্রান্ত ১ লক্ষ ৭ হাজার ৫৪০ জন৷ আর উত্তর ২৪ পরগণায় ১ লক্ষ ১ হাজার ৬১৫ জন৷ এই দুই জেলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৯ হাজার ১৫৫ জন৷ আর বাকি ২১ জেলায় আক্রান্ত ২ লক্ষ ৭৭ হাজার ৬৪৪ জন৷ ফলে বাংলায় মোট আক্রান্ত ৪ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ জন৷

উত্তর ২৪ পরগণায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের৷ আর কলকাতায় এই সংখ্যাটা ৮ জন৷ এই দুই জেলা মিলে একদিনে মোট মৃত্যু ১৯ জনের৷ আর বাকি ২১ জেলায় একদিনে মোট মৃত্যু হয়েছে ২৯ জনের৷ তারফলে রাজ্যে গত ২৪ ঘন্টায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে৷

তবে কলকাতায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার ৬৩৪ জন৷ আর উত্তর ২৪ পরগণায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৭৫৭ জন৷

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী,দুই বর্ধমান,দুই মেদিনীপুর, নদীয়া,মুর্শিদাবাদ,মালদা,জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার৷

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (৩১,৩৭৬),দক্ষিণ ২৪ পরগনায়(৩২,০৯১),হুগলী (২৫,১৯৪),পশ্চিম বর্ধমান (১৩,২০৬),পূর্ব বর্ধমান ( ১০,৪৮১) জন৷ পূর্ব মেদিনীপুর ( ১৮,১৯৯) ও পশ্চিম মেদিনীপুর (১৮,০৩৫) জন,নদীয়া ( ১৮,৫১৩) জন,মুর্শিদাবাদ (১০,৮৮২) জন৷ মালদা (১১,৫১৩) জন, জলপাইগুড়ি (১২,৪৭৯) জন দার্জিলিং (১৫,৪৩৫) জন ও কোচবিহার ( ১০,৬৪২) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷

[embedded content]

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু’দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I

Source: https://www.kolkata24x7.com/west-bengal-districts-corona/