বিমানে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা ! তাড়াতে হিমশিম অবস্থা কলকাতা বিমানবন্দরের কর্মীদের – News18 বাংলা

কলকাতা নিউজ
Photo Source: Twitter

কলকাতা বিমানবন্দরে বিমানের গায়ে মৌমাছির হানায় বিমানটি উড়তেও বেশ অনেকটা দেরি হয়ে যায় ৷ সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে ৷

  • Share this:

#কলকাতা: কলকাতা বিমানবন্দরে ‘অবাঞ্ছিত অতিথি’ ! ঝাঁকে ঝাঁকে মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা হল বিমানবন্দরের কর্মীদের সোমবার ৷ ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পিছনের দিকে বেশ আরাম করেই মৌমাছির দল বসেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷

কলকাতা বিমানবন্দরে বিমানের গায়ে মৌমাছির হানায় বিমানটি উড়তেও বেশ অনেকটা দেরি হয়ে যায় ৷ সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিমানটি ওড়ার কথা ছিল বিকেল ৫টা নাগাদ ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত সম্ভব হয়নি ৷ বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয় ৷ সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷  শয়ে শয়ে মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশেও ৷ একসঙ্গে এত মৌমাছির ঝাঁক দেখে সকলেই চমকে ওঠেন ৷ বিমানের কাছাকাছি যে কর্মীরা ছিলেন, যাঁরা জ্বালানি ভরছিলেন বা বিমান পরিষ্কার করছিলেন, তাঁরা স্বভাবতই ভয় পেয়ে যান ৷ মৌমাছি তাড়াতে এরপর দমকলবাহিনীর ডাক পড়ে ৷ উচ্চ ক্ষমতাসম্পন্ন জলের জেট দিয়ে এক নিমেষেই বিমান থেকে মৌমাছিগুলিকে নামিয়ে আনেন দমকল বাহিনীর সদস্যরা ৷

বিমানবন্দরের আধিকারিকদের মতে, কলকাতা বিমানবন্দরে বেশ কিছু পুরনো হ্যাঙার রয়েছে  ৷ সেগুলির ছাদে মৌমাছিদের বাসা বাঁধতে প্রায়শই দেখা গিয়েছে ৷ এর আগেও এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মৌমাছির ঝাঁক এভাবেই হানা দিয়েছিল গত বছর ৷ এ বছর একই ঘটনা ঘটল ভিস্তারার বিমানে ৷ মাঝে মাঝে মৌমাছিরা দরজার ফাঁক দিয়ে বিমানের ভিতরেও ঢুকে পড়ে ৷ যার জেরে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় যাত্রী ও বিমানকর্মীদের ৷

Published by:
Siddhartha Sarkar

First published:
December 1, 2020, 9:15 AM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/viral-video-of-kolkata-airport-swarm-of-bees-spotted-on-a-vistara-aircraft-ss-530984.html