জামাল কলকাতা মোহামেডানে যাচ্ছেন, তবে… – bdnews24.com

কলকাতা নিউজ

সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন জামালকে ছেড়ে দেওয়ার কথা।

“জামাল আমাদের বলেছে, সে কলকাতা মোহামেডানে যেতে চায়। আমরাও দেখলাম, এটা শুধু ক্লাবের ব্যাপার নয়, দেশের সুনামেরও ব্যাপার। আগে আমাদের অনেকেই দেশের বাইরে খেলেছে, কিন্তু অনেক দিন আমাদের খেলোয়াড়রা দেশের বাইরের লিগে খেলে না। তাই আমরাও সম্মতি দিয়েছি।”

“তবে আমাদের একটা চাওয়া জামালকে জানিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি করবে ২০ এপ্রিল পর্যন্ত। ওই সময় তখন আমাদের লিগের দ্বিতীয় পর্ব চলবে। বিষয়টি নিয়ে কলকাতা মোহামেডানের সঙ্গে আমাদের ও জামালের কথা হয়েছে। মৌখিকভাবে নয়, আমরা লিখিত সম্মতি পেয়েছি ওদের কাছ থেকে।”

করোনাভাইরাসের কারণে ক্লাবগুলোর আর্থিক অবস্থার বিবেচনায় ২০২০-২১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা পারিশ্রমিক পাবেন আগের মৌসুমের চুক্তির ৩৫ শতাংশ। সেক্ষেত্রে মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়রা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে জামালের কলকাতা মোহামেডানে যাওয়ার কারণ সেটা নয় বলেও জানালেন মাহবুবুর।

“এই বিষয়টা জামালও আমাদের বলেনি। আমরাও কিছু বলিনি। আমার মনে হয় না আর্থিক কারণ এখানে আছে। আসলে আমাদের খেলোয়াড়রা যে বাইরের লিগে খেলতে পারে, সেই সুনামটাও পুনরুদ্ধারের কথা আমরা ভেবেছি।”

আগামী ডিসেম্বরে আই লিগের ২০২০-২১ মৌসুম শুরু হবে। ওই মাসেই ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে দেশের ফুটবলের ২০২০-২১ মৌসুম। জামালকে ছাড়া নতুন মৌসুমের শুরুতে সমস্যা হবে না বলে মনে করেন সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক।

“জামাল না থাকলেও তেমন একটা সমস্যা নেই। তাকে ছাড়াও তো এর আগে আমরা খেলেছি। মানসম্পন্ন খেলোয়াড় আমাদের আছে।” 

২০১৪ সালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক জামালের। ২০১৬-১৭ মৌসুমে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। এরপর ডেনমার্ক প্রবাসী জামাল ২০১৭ সালে গায়ে তোলেন সাইফ স্পোর্টিংয়ের জার্সি।

Source: https://bangla.bdnews24.com/sport/article1823089.bdnews