কলকাতা সফরে যাচ্ছেন অমিত শাহ – ভয়েস অফ আমেরিকা – VOA Bangla

কলকাতা নিউজ

আসছে বছরের প্রথমার্ধে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ভোটের বাজার গরম করতে আগামীকালই এখানে চলে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ্। আগে কথা ছিল বিজেপি সভাপতি জে পি নাড্ডা যেমন কিছুদিন আগে উত্তরবঙ্গের জেলাগুলোর বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন তেমন এবার দক্ষিণবঙ্গ সফরে আসবেন। পরে রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়, সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। নাড্ডা নয়, অমিত শাহ্ আগামীকাল বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন। রাতে রাজারহাটে একটি হোটেলে থাকবেন, সেখানে তিনি কথা বলবেন পশ্চিমবঙ্গের দলীয় নেতৃত্বের সঙ্গে। ওই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, প্রমুখ কয়েকজন থাকবেন। বৃহস্পতিবার সকালে তাঁর যাওয়ার কথা বাঁকুড়া। সেখানে তিনি দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গার প্রতিনিধিদের সঙ্গে ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। রাতে আবার কলকাতা ফিরে এসে শুক্রবার সকালে প্রথমে যাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে। তারপর কলকাতা, দুই ২৪ পরগনা ও আরও কিছু জায়গার নেতাদের সঙ্গে ভোটের লড়াইয়ের কৌশল নিয়ে কথা বলবেন।

Source: https://www.voabangla.com/a/amit-shah-visit-to-west-bengal/5646399.html