ডি ভিলিয়ার্সের ব্যাটের আগুনে পুড়লো কলকাতা – Bangla Tribune

কলকাতা নিউজ

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচেই ৫১ করেছিলেন ৩০ বলে। তৃতীয় ম্যাচে ২৪ বলে ৫৫। হারের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস (সুপার ওভারে হার) হয়তো ইঙ্গিত পেয়েছিল সামনের দিকে ভয়ঙ্কর হতে চলেছে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট। সেই রূপটা দেখলো কলকাতা নাইট রাইডার্স। সোমবার দক্ষিণ আফ্রিকার ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানের ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের কাছেই ৮২ রানে হেরে গেছে কলকাতা।

ম্যাচটি জিতে তৃতীয় স্থানে উঠেছে সাত ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ব্যাঙ্গালোর। কলকাতা নেমে দাঁড়ালো চারে, সাত ম্যাচের চারটি জিতে হাতে তাদের ৮ পয়েন্ট।

শারজার উইকেটটা অদ্ভুত আচারণ করেছে এ ম্যাচে। এটির চরিত্র ভালোই পড়তে পেরেছিলেন বিরাট কোহলি। টস জিতে ব্যাটিং নেওয়ার কথা ভাবতে দেরি করেননি। প্রথম চার ওভারে যখন বিনা উইকেটে ৩৭ রান তুলে ফেলে ব্যাঙ্গালোর, মনে হয়েছিল এ উইকেট উদার হাতে রান বিলিয়ে যাবে। এর পর থেকেই মন্থর হতে শুরু করে উইকেট। এখানেই কৃতিত্ব ডি ভিলিয়ার্সের। কেন তিনি ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান, দেখিয়েছেন অসাধারণ সব শট খেলে। যেখানে ১৬০-১৬৫ রান হওয়াই কষ্টকর, সেখানে দলকে দাঁড় করান ২ উইকেটে ১৯৪ রানে। অবশ্য অধিনায়ক কোহলিও অবদান রেখেছেন তাকে সঙ্গ দিয়ে, ২৮ বলে অপরাজিত ৩৩ রান করে। শুরুটাই দারুণ করেছিলেন দেবদূত পাড়িক্কাল ও অ্যারন ফিঞ্চ। ৭.৪ ওভারে ৬৭ রান আসে উদ্বোধনী জুটিতে। ২৩ বলে ৩২ করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণর বলে বোল্ড ফিঞ্চ ৩৭ বলে করেন ৪৭। দুই ওপেনার এভাবে বোল্ড হওয়াতেই প্রমাণ মিলছিল নিচু হয়ে আসছে বল। কিন্তু এসব থোড়াই কেয়ার করে ব্যাট চালিয়েছেন ডি ভিলিয়ার্স, ২৩ বলে ফিফটি করেছেন। পাঁচ চার ও ৬ ছক্কায় ৭৩ রান করতে বল খেলেছেন ৩৩টি, স্ট্রাইক রেট ২২১.২১। অথচ কোহলির মতো ব্যাটসম্যান ৩৩ রানের ইনিংসে চার মেরেছেন মাত্র একটি। দুজনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৯৮ রান আসে ৪৬ বলে।

রান তাড়া করতে গিয়ে কলকাতা থেমেছে মাত্র ১১২ রানে। ব্যাঙ্গালোরের পেসার বা স্পিনার কারো সামনেই কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। পেসার-স্পিনার সবাই দারুণ গ্রিপ পাচ্ছিলেন, মন্থর ও নিচু হয়ে আসা বলে শট খেলতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তাদের। ২৫ বলে সর্বোচ্চ ৩৪ করেছেন ওপেনার শুভমান গিল।  দুর্ভাগ্যক্রমে গিল রানআউট না হলে হয়তো কিছু রান বাড়তো। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন আন্দ্রে রাসেল ও রাহুল ত্রিপাঠি। চার ওভারে ১২ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। পেসার ক্রিস মরিস ২ উইকেট নিয়েছেন ১৭ রানে, অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ২০ রানে।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে ‘রিপোর্টেড’ হওয়া সুনীল নারাইনকে বাদ দিয়ে ওপেনার হিসেবে কলকাতা এ ম্যাচেই প্রথম নামায় টম ব্যান্টনকে। নিষ্প্রভ ইংল্যান্ড ওপেনার ১২ বলে ৮ রান করে বোল্ড সাইনির বলে। নারাইন না থাকায় স্পিনারের কমতি ছিল কলকাতার।

সংক্ষিপ্ত স্কোর:

ব্যাঙ্গালোর: ২০ ওভারে ১৯৪/২(ডি ভিলিয়ার্স ৭৩*, ফিঞ্চ ৪৭, কোহলি ৩৩*, পাড়িক্কাল ৩২, কৃষ্ণ ১/৪২, রাসেল ১/৫১) ও  কলকাতা : ২০ ওভারে ১১২/৯ (গিল ৩৪, রাসেল ১৬, ত্রিপাঠি ১৬, মরিস ২/১৭, সুন্দর ২/২০)।

 

Source: https://www.banglatribune.com/sport/news/647233/%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE