কলকাতা মেডিক্য়ালে আগুন, আতঙ্কে কোভিড আক্রান্তরা – Asianet News Bangla

কলকাতা নিউজ

কলকাতা মেডিক্যালের গ্রিণ বিল্ডিং-এর সিসিইউ-তে আগুন-আতঙ্ক।  ভেন্টিলেটর মেশিন থেকে ছিটিয়ে আসা আগুনের ফুলকি ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াল। পড়িমরি করে ছুট দিলেন প্রশাসনিক কর্তারা।  ঘাম ছুটে একাকার তাঁদের, কারণ ওই বিল্ডিং-এই কোভিড আক্রান্ত রোগীরা রয়েছেন। 

আরও পড়ুন, যোগী রাজ্যে জেগে উঠল ‘মৃত মেয়ে’, ১২ বছর আগে খুন হয়ে এখন জমিয়ে সংসার করছে সে

শুক্রবার রাত পৌনে দশটা নাগাত কলকাতা মেডিক্যালের গ্রিণ বিল্ডিং ওই আগুনের ফুলকি দেখা যায়।  বরাত জোরেই বাঁচলেন কলকাতা মেডিক্যালের গ্রিণ বিল্ডিং-এর সিসিইউ এর কোভিড রোগীরা। আগুনের ফুলকি এবং ধোয়া বেরতে দেখা যেতেই ততক্ষণে পিডব্লুডি কর্মীরা ভেন্টিলেটর মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। যদিও এই ঘটনায় কোনও রোগীর ক্ষতি হয়েছে কিনা বলতে নারাজ কলকাতা মেডিক্য়াল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন, ‘আপনি কি এখনও গভীর নিদ্রায় ঘুমিয়ে’, হাথরস গণধর্ষণ কাণ্ডে যোগীকে প্রশ্ন নুসরতের

উল্লেখ্য, একের পর এক ঘটনায় বারবার অভিযুক্ত কলকাতা মেডিক্য়াল। কখনও করোনা রোগী ফিরিয়ে দিয়ে হোক কিংবা চিকিৎসকের শ্লীলতাহানি কিংবা সহবাসের কাণ্ডে অসংখ্যবার শিরোণামে এসেছে এই সরকারি হাসপাতাল। আর এবার করোনা ওয়ার্ডে আগুন লাগলে যে কী করা উচিত, সেই সিদ্ধান্তহীনতাই উঠে এল এবার। তাই সুরক্ষা নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন, পুজোর আগেই গঙ্গা বক্ষে ভ্রমণ শুরু, ৯০ মিনিটের নস্টালজিয়া মাত্র ৩৯ টাকায়

Source: https://bangla.asianetnews.com/kolkata/fire-breaks-out-from-ccu-ventilation-at-calcutta-medical-rtb-qhlkkl