হৃদরোগে আক্রান্ত বাদশা মজিদ বাসকার, ইরান থেকে ভেসে আসা খবরে উদ্বিগ্ন কলকাতা – News18 বাংলা

কলকাতা নিউজ

খেলা ছাড়ার এত বছর পরেও ময়দান মজে মজিদে। বাদশার অসুস্থতার খবরে প্রার্থনা শুরু বটতলায়

  • Share this:

#কলকাতা: আশির বাদশা তিনি। তাকে নিয়ে ময়দানের নস্টালজিয়া কম নয়। তার নামে আজও মন দোলে ময়দানের। শুক্রবার গান্ধী জয়ন্তীতে সদূর ইরানের খুররামশায়ার থেকে ভেসে আসা খবরটায় কলকাতা বিষণ্ণ হবে সেটাই তো স্বাভাবিক।

হৃদরোগে আক্রান্ত হয়ে খুররামশায়ারের হাসপাতালে ভর্তি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া অন্যতম শ্রেষ্ঠ বিদেশি মজিদ বাসকার। শেষ খবর পাওয়া পর্যন্ত মজিদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মজিদের সঙ্গে কলকাতায় আসা তার এজেন্ট এহশান ইয়াজদানি  জানালেন, ময়দানের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার এর বুকে হালকা ব্যাথা রয়েছে। তবে হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে মজিদের। এটাই বড় স্বস্তি।

গত বছর ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে লাল হলুদ এর আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন ইরানের মজিদ। তার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন লাল-হলুদ সমর্থকরা। আশির বাদশার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা ও প্রার্থনা শুরু হয়ে যায় মজিদের অত্যন্ত নিজের কলকাতায়।

ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে মজিদ মানে একটা আবেগ। স্বল্প সময়ে লাল-হলুদ জার্সিতে যিনি সমর্থকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়ে ছিলেন। গত বছর কলকাতায় আসার পর মজিদকে ঘিরে লাল–হলুদ জনতার আবেগের বিস্ফোরণ ছিল দেখার মতো।

বয়সজনিত কারণে শেষ ক’দিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না মজিদের। এ দিন বুকে ব্যাথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতা থেকে মজিদের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার নিকট আত্মীয় ফোনে জানান,‘’চিকিৎসকরা বলেছেন, আগামী কয়েকদিন তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হবে। হাসপাতাল থেকে কবে ছাড়বেন, সে বিষয়ে ডাক্তাররা এখনও কিছু জানাননি।’’

PARADIP GHOSH

Published by:
Ananya Chakraborty

First published:
October 2, 2020, 10:35 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/sports/football-former-east-bengal-star-majid-bishkar-suffers-heart-attack-admitted-in-an-iranian-hospital-ac-509969.html