রাসেলকে ফিরিয়ে কলকাতা শিবিরে বড় ধাক্কা দিল রাজস্থান – Anandabazar Patrika

কলকাতা নিউজ
  • সংবাদ সংস্থা

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

Cummins
স্মিথকে আউট করার পরে কামিন্স।

দলের খেলা দেখার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ছুটে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহি। তাঁর সামনে লড়াই করার মতোই রান করল কলকাতা নাইট রাইডার্স। টি  টোয়েন্টি ক্রিকেটে ১৭৪ ভালই স্কোর। তার উপরে নাইটদের রয়েছে প্যাট কামিন্স, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো বোলার। 

শুরুতেই কলকাতা শিবিরে ধাক্কা দিতে পারত রাজস্থান। ২.৫ ওভারে জয়দেব উনাদকড়ের বলে সুনীল নারিনের ক্যাচ ফেলেন প্রাক্তন নাইট রবিন উত্থাপ্পা। সেই উনাদকড়ই পরে বোল্ড করলেন নারিনকে (১৫)। আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রাহুল তেওয়াটিয়া। এ দিন তিনিই ফেরালেন নীতীশ রাণাকে (২২)। জমে যাওয়া শুভমন গিলকে (৪৭) আউট করেন জোফ্রা আর্চার। আর্চারের বল বুঝতেই পারেননি গিল। আর্চারের দুরন্ত ডেলিভারিতে আউট হন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক (১)। ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল আন্দ্রে রাসেলকে।১৪ বলে ২৪ রানে আউট হন তিনি। যখন ভয়ঙ্কর হতে শুরু করেছেন রাসেল, ঠিক তখনই ইন্দ্রপতন। অঙ্কিত রাজপুতের শিকার রাসেল। মর্গ্যান শেষ পর্যন্ত টিকে থেকে ২৩ বলে ৩৪ রান করায় কলকাতা পৌঁছয় ৬ উইকেটে ১৭৪-এ। 

শুরুতেই রাজস্থান শিবিরে আঘাত হানেন প্যাট কামিন্স। রাজস্থান অধিনায়ক স্মিথকে ৩ রানে আউট করেন কামিন্স। তাঁর ওভারের পঞ্চম বলেও ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন স্মিথ। পরের বলেই কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মিথ। রাজস্থানের প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন সঞ্জু স্যামসন। স্মিথ ফিরে যাওয়ার পরে তাঁর উপরে দায়িত্ব ছিল অনেক। কিন্তু মাভির বলে ফর্মে থাকা সঞ্জুকে ফিরতে হল মাত্র ৮ রান করে। জস বাটলারও নাইট বোলার মাভির শিকার। কমলেশ নাগারকোটির বলে ফিরতে হল উথাপ্পাকে (২)।নাগারকোটির বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রিয়ান পরাগ। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ব্যাট করে ম্যাচ জিতিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া। এদিন দল যখন চাপে, তখন নিজের উইকেট ছুড়েই দিয়ে এলেন তেওয়াটিয়া (১৪)। তখন রাজস্থান তাঁর কাছ থেকে রান চাইছিল। বরুণ চক্রবর্তীকে মারতে গিয়ে বোল্ড হন তিনি। ১১.৩ ওভারে রাজস্থানের রান ৬ উইকেটে ৬৮।

শেয়ার করুন

শেয়ার করুন

Source: https://www.anandabazar.com/sport/ipl-2020-kkr-take-on-rr-in-dubai-dgtl-1.1209315