এই সময় ডিজিটাল ডেস্ক: দুই দলই প্রথম ম্যাচ হেরে বসে আছে। আজ পয়েন্ট টেবলে শূন্য থেকে দুইয়ে যেতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে দীনেশ কার্তিক এবং ডেভিড ওয়ার্নারদের দল। ম্যাচের লাইভ আপডেট জানতে নজর রাখুন…
– নটরাজন, খলিল আহমেদ এবং রাশিদ খান তুলে নিলেন ১টি করে উইকেট।
– ৬২ বলে ৭০ রান করে অপরাজিত থাকলেন শুভমান গিল এবং ২৯ বলে ৪২ রান করে নটআউট ইয়ন মরগ্যান।
– ৯২ রানের পার্টনারশিপ শুভমান ও মরগ্যানের।
– ১৮ ওভারেই ম্যাচ বের করে দিল শুভমান-মরগ্যান জুটি।
– ৭ উইকেটে হায়দরাবাদকে হারাল কলকাতা
-২১ বলে ১৫ রান করলেই ম্যাচ জিতে নেবে কলকাতা।
– ১৬ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান কলকাতার।
– লম্বা ছয় শুবমানের।
– হাফ সেঞ্চুরি করলেন শুবমান গিল। দুরন্ত ব্যাটিং করছেন ইয়ন মরগ্যানও।
– ১১ ওভারে ৮০ রান করল কলকাতা।
– ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ ৫৫।
– মাঠে নামলেন মর্গ্যান।
– রাশিদ খানের বলে আউট কার্তিক। রিভিউ নিলেন। আউট কার্তিক।
– মাঠে নামলেন দীনেশ কার্তিক।
– ১২ বলে ২৬ রান করে নটরাজনের বলে আউট হয়ে গেলেন নিতিশ রানা।
– ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান করল কলকাতা।
– দুরন্ত নিতিশ রানা। তিন বলে মারলেন তিনটি চার।
– ৩ ওভারে কলকাতার সংগ্রহ ২৪।
– সুযোগ মিস করলেন রানা।
– নো-বল ভুবির। ফ্রি-হিটের সুযোগ কলকাতার।
– ফের চার মারলেন নিতিশ রানা।
– ভুবির বলে চার মারলেন নিতিশ।
– শুবমানের ধামাকা, খলিলের বলে হাঁকালেন দুরন্ত ছক্কা।
– মাঠে নামলেন নিতিশ রানা।
– খলিল আহমেদের বলে আউট সুনীল নারিন।
– প্রখম ওভারে কলকাতার সংগ্রহ ৬।
– দুরন্ত ৪ শুবমানের।
– বল করছেন ভুবনেশ্বর কুমার।
– ব্যাট হাতে মাঠে নামল নাইটরা। নামলেন সুনীল নারিন এবং শুবমান গিল।
– ১৪২ রানেই হায়দরাবাদকে বেঁধে দিল কলকাতা নাইট রাইডার্স।
– মাঠে নামলেন অভিষেক শর্মা।
– ৩১ বলে ৩০ রান করে রানআউট হলেন ঋদ্ধিমান সাহা।
– ৩৮ বলে ৫১ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে গেলেন মণীশ পাণ্ডে।
– ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৭ রান করল হায়দরাবাদ।
– হাফ সেঞ্চুরি করলেন মণীশ।
– ৪ মারলেন মণীশ পাণ্ডে। ৩৪ বলে করলেন ৪৯।
– ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান SRH-এর।
– দুরন্ত ছক্কা ঋদ্ধির।
– ১০০ রান করল হায়দরাবাদ।
– ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান হায়দরাবাদের।
– নাগারকোটির বলে চার মারলেন মণীশ পাণ্ডে।
– ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রান করল হায়দরাবাদ।
– ২৩ বলে ৩০ রান করে খেলছেন মণীশ পাণ্ডে।
– ১২ ওভারে ২ উইকেট হারিয়ে হায়দরাবাদের সংগ্রহ ৭৬।
– মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা।
– চক্রবর্তীর বলে আউট হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার।
– ৯ ওভারে হায়দরাবাদের সংগ্রহ ৫৯।
– মাঠে নামলেন মণীশ পাণ্ডে। নেমেই মারলেন দুই ছক্কা।
– ১০ বলে মাত্র ৫ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে গেলেন জনি বেয়ারস্টো।
– ঝোড়ো ব্যাটিং ওয়ার্নার-বেয়ারস্টোর। ৩.৪ ওভারে ২৪ রান হায়দরাবাদের।
– টসে জিতলেন ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
– কেমন হচ্ছে দুই দলের একাদশ, দেখে নিন
– কোচ ব্রেন্ডন ম্যাক্কালামের তত্ত্বাবধানে জোরদার প্র্যাক্টিস কলকাতার।
– সানরাইজার্স হায়দরাবাজের প্লেয়ার জনি বেয়ারস্টোর আবার জন্মদিন আজই। হোটেল ছাড়ার কয়েক প্রহর আগেই হয়ে গেল সেলিব্রেশন।
হায়দরাবাদ বোলিংয়ে বড় নাম বলতে ভুবনেশ্বর কুমার আর রশিদ খান। প্রথম ম্যাচে ভুবি বেশ ভালো লেগেছে। কিন্তু রশিদ তেমন ছন্দে আসেনি। এই অবস্থাটার সুযোগ নিতে হবে। রশিদকে উইকেট দেওয়া যাবে না। তা হলে আত্মবিশ্বাস পেয়ে যাবে ও।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
Source: https://eisamay.indiatimes.com/sports/cricket/iplt20/news/kolkata-knight-riders-vs-sunrisers-hyderabad-ipl-2020-live-score-from-sheikh-zayed-stadium-in-abu-dhabi/articleshow/78333975.cms