প্রতীকী চিত্র।
শনিবার রাতে কলকাতা পুলিশের একটা দল নাকা চেকিং ও ব্লক রেইড শুরু করে। এতেই কিস্তমাত।
#কলকাতা: শনিবার রাতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ।
শনিবার রাতে কলকাতা পুলিশের একটা দল নাকা চেকিং ও ব্লক রেইড শুরু করে। এতেই কিস্তমাত। গোয়েন্দা বিভাগের জালে আসে চারটি বেআইনি অস্ত্র। গড়িয়াহাট ও ওয়াটগঞ্জের পুলিশ উদ্ধার করে একটি করে আগ্নেয়াস্ত্র। শনিবার রাতের অভিযানে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও ছিলেন রাস্তায়।
বেশ কিছু দিন ধরেই রাতের শহরে নাকা চেকিং এর ব্যাবস্থা করেছে লালবাজার। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে নাকা হোক বা ব্লক রেড, বিভিন্ন সময় রাতের কলকাতার উল্লাস করে থামাতে পেরেছে লালবাজার। যদিও বেশ কিছু দিন আগে করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধ ছিল নাকা চেকিং ও ব্লক রেড। পরীক্ষামূলক ভাবে দেখা গিছে বিভিন্ন সময় নাকা ও ব্লক রেডের জন্য কমেছে রাতের দুর্ঘটনার প্রবণতা। আগেও শহরের বিভিন্ন জায়গায় মোটর সাইকেল আরোহীদের নিয়ম ভাঙার খবরও আসত ভুঁড়ি ভুঁড়ি। বেশ কিছু বছর আগে থেকেই নাকা চেকিং এর সুফল পেতে শুরু লালবাজার।
সাম্প্রতিককালে আনন্দপুরের ঘটনার পরে নাকা চেকিং ও ব্লক রেডের উপর কড়া নজর রেখেছে লালবাজার। শনিবার ও রবিবার রাতে বিশেষ করে নজর দেওয়া হয় চেকিং এ। লালবাজারের দুর্ঘটনার হিসাব দেখলেই স্পষ্ট হবে ছুটির দিনের রাতেই শহর ও শহরতলির বিভিন্ন শুনশান রাস্তায় দ্রুত গাড়ির সংখ্যা বাড়তেই বেড়েছে দুর্ঘটনার প্রবণতা।
পুরো খবর পড়ুন
Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-raid-found-6-gun-from-city-surroundings-within-a-night-akd-504783.html