তবে আগের থেকে সামান্য হলেও বাংলায় সুস্থতার হার বেড়েছে। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৮৬.৯৬ শতাংশ। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৯৩ জন করোনা জয়ী। মোট সুস্থের সংখ্যা বেড়ে দাড়াল ১,৯৩,০১৪ জন।
Source: https://bangla.asianetnews.com/gallery/kolkata/latest-corona-update-of-kolkata-and-west-bengal-rtb-qgxy6j