আনলক পর্বের চতুর্থ পর্যায় শুরু হোল কলকাতা শহরের মেট্রো রেল পরিষেবা – ভয়েস অফ আমেরিকা

কলকাতা নিউজ

করোনার আবহের মধ্যেই আনলক পর্বের চতুর্থ পর্যায় প্রথম চাকা গড়াল কলকাতা শহরের মেট্রো রেল পরিষেবা। লকডাউন পর্বের পরে আজ রবিবার প্রথম মেট্রো চালু হলেও এদিন পরিষেবা সীমাবদ্ধ ছিল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার্থীদের জন্য।

সামাজিক দূরত্ব-সহ অন্যান্য করোনা-বিধি মেনেই এদিন সকাল ১০টায় উত্তর কলকাতার শহরতলীর নোয়াপাড়া স্টেশন থেকে এবং দক্ষিণ কলকাতার একেবারে শেষ প্রান্ত কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হয়। দু’দিক থেকেই ১৫ মিনিট অন্তর চলে ট্রেন। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

আজ রবিবার সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় পরীক্ষার্থীদের জন্য ‘সুযোগ’ সীমাবদ্ধ থাকলেও আগামীকাল সোমবার থেকে আমজনতা ফের সওয়ার হতে পারবেন কলকাতা মেট্রোয়। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের এদিন টোকেনের বদলে পেপার কার্ড টিকিট (পিসিটি) দেওয়া হয়। অ্যাডমিট কার্ড দেখানোর পরেই স্টেশনে প্রবেশের ছাড়পত্র মেলে। প্রতিটি স্টেশনেই ছিল করোনা বিধি সংক্রান্ত কড়াকড়ি। বাইরে কলকাতা পুলিশের। পাতালপথের অন্দরে রেল নিরাপত্তা বাহিনীর (আরপিএফ) ছিল বিধি মানার কড়া পাহারায়।

Source: https://www.voabangla.com/a/%E0%A6%86%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE/5581666.html