১৪ তারিখ থেকে খুলছে কলকাতা মেট্রো, দেখে নিন সহজে কিভাবে পাবেন ই-পাস? – News18 Bangla

কলকাতা নিউজ

মেট্রো যাত্রীদের জন্যে সুখবর। পরিষেবা চালু হলে বিভিন্ন স্টেশনের বাইরে বা রেলের বিজ্ঞাপনের জায়গায় দেওয়া হবে বার কোড। সেই বার কোড স্ক্যান করলেই মিলবে মেট্রো রেলওয়ে কলকাতার অ্যাপ। প্লে স্টোরে গিয়ে মেট্রো রেলওয়ে কলকাতা লিখলে দেখতে পাওয়া যাবে একাধিক অ্যাপ। এর মধ্যে মেট্রো রেলওয়ে কলকাতা (অফিসিয়াল) লিখলে পাওয়া যাবে আসল অ্যাপ। যা গুগল স্বীকৃত কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ। এই অ্যাপ হতে চলেছে ই-পাস পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম।

Source: https://bengali.news18.com/videos/kolkata/how-to-get-e-pass-to-ride-kolkata-metro-starting-from-14-september-ed-498835.html