কলকাতা ও উত্তর ২৪ পরগনায় স্বস্তি! করোনা সক্রিয়ের সংখ্যা নামল ৫০০০-এর নিচে – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Sanjay Ghoshal

image

করোনা সক্রিয়ের সংখ্যা কমছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। করোনা সংক্রমণের থেকে সুস্থতা বাড়ছে প্রতিদিনই। সেইসঙ্গে আরও একটা স্বস্তি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। সংক্রমিতের সংখ্যা কমছে, সক্রিয় রোনা রোগীর সংখ্যা ৫০০০-এর নিচে নামল দুই জেলায়। সোমবার করোনা বুলেটিনে দুই জেলায় কমল মৃতের সংখ্যাও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় ৫০০০-এর নিচে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৯৩। উত্তর ২৪ পরগনায় ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৪৪৪। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনা সবার শীর্ষে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা এদিন ৫০০-র নিচে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪০১৫৭। এদিন ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৪১৫৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৭০৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন আক্রান্তেরও বেশি ৬৯৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৮৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। মৃত্যু হয়েছে মোট ৭৩৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৮১৪১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯৮৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৪৫ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৩৪৪২। এদিন আক্রান্ত হয়েছেন ১০৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬৯ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৩৪৬। হুগলিতে ১১৫ জন বেড়ে আক্রান্ত ৭৬৫৬ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ২০৫৭, কোচবিহারে ২৯০৮, দার্জিলিংয়ে ৫০৫৬ জন, কালিম্পংয়ে ৪৭০, জলপাইগুড়ি ৩৫৯১, উত্তর দিনাজপুর ২২৮২, দক্ষিণ দিনাজপুর ৩৭৮৫, মালদহ ৪৯৭৮, মুর্শিদাবাদ ৩৪১২, নদিয়া ৩৮৯১, বীরভূম ২১০১, পুরুলিয়া ১৩৭৫, বাঁকুড়া ২৫৬৭, ঝাড়গ্রাম ২৬২, পশ্চিম মেদিনীপুর ৪৭৩৮, পূর্ব মেদিনীপুর ৬২৭৮, পূর্ব বর্ধমান ২৭৫২, পশ্চিম বর্ধমান ৩৭৪০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

  • করোনাজয়ীর সংখ্যা বাড়ছে! সংক্রমণকে হারিয়ে জিতছে বাংলা, একনজরে পরিসংখ্যান
  • ৮ই সেপ্টেম্বর থেকে ফের ছুটবে কলকাতা মেট্রো, করোনাকালীন পরিষেবা দিতে প্রস্তুতি তুঙ্গে
  • ১লা সেপ্টেম্বর থেকে শারীরিক উপস্থিতিতেই চলবে বিচার প্রক্রিয়া, নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
  • করোনা ধাক্কায় কুপোকাত ভারতীয় অর্থনীতি! ২৩.৯ শতাংশ সঙ্কুচিত জিডিপি, বলছে কেন্দ্রীয় রিপোর্ট
  • কেন্দ্রের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেপ্টেম্বরে লকডাউন ঘোষণা করে যুদ্ধ জারি নবান্নের
  • করোনা যুদ্ধে ‘শহিদ’ চিকিৎসকদের সেনা সম্মানের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি আইএমএ-র
  • করোনা আবহে মানবিকতার নজির! জ্বরে আক্রান্ত প্রতিবন্ধীকে হাসপাতালে পৌঁছালেন যুব তৃণমূল কর্মীরা
  • রাজ্যে বাড়ল লকডাউন, সম্পূর্ণ লকডাউন কবে কবে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন
  • একাধিক নিষেধাজ্ঞা উঠছে চতু্র্থ দফার আনলক পর্বে! এখনও জীবন-জীবিকা নিয়ে রয়ে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন
  • করোনা ভাইরাস: বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২,১৭৪ জন
  • এখনও বিদেশ সফরে বিপদ কাটেনি, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বহাল
  • করোনার ধাক্কা! এক বছরের জন্য পিছতে পারে এনপিআর, থমকাতে পারে জনগণনার প্রক্রিয়াও

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/coronavirus-affected-below-5000-of-north-24-pargana-and-kolkata-on-august-31-091808.html