বাংলাদেশের ‘‌ইসলাম জিন্দাবাদ’‌ মিছিল কলকাতার বলে টুইট, আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ – HT Bangla

কলকাতা নিউজ

এবার বাংলাদেশের এক ৩ বছর পুরনো ভিডিও কলকাতার বলে টুইট করে বিতর্কে জড়ালেন ভুল তথ্য প্রচার ও ভুয়ো খবর ছড়াতে সিদ্ধহস্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতাহ।

ভিডিও–তে দেখা যাচ্ছে, কাতারে কাতারে মুসলিম ধর্মালম্বী মানুষ বাংলাদেশের রাজপথ জুড়ে হেঁটে চলেছেন। আবহে বাজছে ‘‌ইসলাম জিন্দাবাদ’‌ নামে একটি গান, সবাই তাতে গলা মেলাচ্ছেন। আর বাংলাদেশের এই মায়ানমার–বিরোধী মিছিলের ভিডিও কলকাতার বলে পোস্ট করলেন তারেক ফাতাহ। পরে অবশ্য সেটি মুছে দিয়েছেন তিনি।

ওই টুইটে তিনি লিখেছিলেন, ‘‌এটা করাচি, কাশ্মীর বা কেরালা নয়, ইসলাম জিন্দাবাদের এই আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে।’‌ শুক্রবার সকাল ৬টা ৪৮–এ পোস্ট করা এই টুইট এখনও পর্যন্ত (‌দুপুর ১২টা)‌ দেখা হয়েছে ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি বার। লাইক পড়েছে প্রায় ১১,৪০০। এটি কলকাতার নয়, বাংলাদেশের ভিডিও তা লিখে অনেকেই পোস্টের নীচে মন্তব্য করে তারেক ফাতাহকে অবগত করার চেষ্টা করেন।

ইতিমধ্যে কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে এই ভুয়ো এবং সাম্প্রদায়িক হিংসা জড়িত টুইটের স্ক্রিনশট পোস্ট করে পাল্টা টুইট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘‌বাংলাদেশের এই ভিডিও–টি কলকাতার বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়েছে।’‌

Source: https://bangla.hindustantimes.com/bengal/kolkata/pakistani-canadian-author-tarek-fatah-tweeted-bangladesh-muslim-gathering-video-claiming-that-from-kolkata-legal-action-initiated-by-kolkata-police-31598597209544.html