পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় করোনা চিকিৎসা নিয়ে নানা রকমের গাফিলতি, অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম গতকালই ঘোষণা করেছিলেন, এখন থেকে অন্তত করোনার পরীক্ষাটা ঠিকভাবে যাতে হয় কলকাতা পুরসভা তা দেখবে।
তিনি বলেছিলেন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে হবে, কোন জায়গায় কতজন এই পরীক্ষা করাতে চান। নাম ঠিকানা ফোন নম্বর সবকিছু ওই হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিলে কলকাতা পুরসভা থেকে একটি ভ্যানে করে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে পাঠানো হবে। তারপর একটা বড় কোনও জায়গায় তাঁরা করোনা পরীক্ষা করবেন। পরীক্ষার ফল একদিনের মধ্যেই জানা যাবে।
তবে এক একটা জায়গায় অন্তত কুড়ি জনকে পরীক্ষার জন্য আবেদন করতে হবে, তা নয় তো স্বাস্থ্যকর্মী পাঠানো অসুবিধে। এটা কোনও আবাসনে হতে পারে, কোনও পাড়ায় হতে পারে, কোনও ক্লাবের ভিত্তিতে হতে পারে। যে কোনও জায়গাতেই হোক না কেন, যে কোনওভাবেই হোক না কেন, ওই শর্ত মানলে পুরোপুরি বিনা পয়সায় এই পরীক্ষা করানো যাবে।
মেয়রের কথা অনুযায়ী আজ রবিবারেই উত্তর কলকাতায় একটি আবাসনে এইভাবে পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। সকালবেলায় কলকাতা পুরসভার ভ্যানে করে স্বাস্থ্যকর্মীরা সেখানে চলে যান। শ’খানেক মানুষ যাঁরা পরীক্ষা করাতে চান তাঁরা আবাসনের হলঘরে জমা হন এবং তাঁদের করোনা পরীক্ষা করা হয়। এটাকে বলে অ্যান্টিজেন পরীক্ষা। করোনার চিকিৎসা নিয়ে প্রচুর গাফিলতি, অনিয়ম ও অভিযোগের মধ্যেও কলকাতাবাসী পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Source: https://www.voabangla.com/a/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE-/5554663.html