লকডাউনে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রায় ৮০০ – Kolkata24x7- বাংলা

কলকাতা নিউজ

কলকাতা: ২১ অগস্ট শুক্রবার রাজ্য জুড়ে ছিল সম্পূর্ণ লকডাউন৷ অগস্টের এই সাপ্তাহে লকডাউনের দ্বিতীয় দিন৷ লকডাউন অমান্য করায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রায় ৮০০ জন৷ এছাড়া আরও প্রায় ৪৫০ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা৷ বাজেয়াপ্ত করা হয়েছে অনেক গাড়ি৷

লকডাউনে সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় কলকাতা পুলিশের কড়া নজরদারি ছিল৷ গাড়ি থামিয়ে চলছিল চেকিং৷ কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী৷ এমনকি ছোট ছোট গলিতেও চলে নজরদারি৷

লালবাজার সূত্রে খবর, শুক্রবার লকডাউনের দিনে লকডাউন অমান্য করায় রাত ৮ টা পর্যন্ত কলকাতা পুলিশ ১,২৩১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে৷ এদের মধ্যে লকডাউন অমান্য করায় ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ বিনা মাস্কে বের হওয়ার জন্য ৪১৮ জন ও যত্রতত্র থুতু ফেলার জন্য ৩০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এছাড়া ২২ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷

এদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত লকডাউন অমান্য করায় কলকাতা পুলিশ ৭৪৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল৷ এদের মধ্যে লকডাউন অমান্য করায় ৪৯৩ জনকে গ্রেফতার করা হয়৷ বিনা মাস্কে বের হওয়ার জন্য ২৩০ জন ও যত্রতত্র থুতু ফেলার জন্য ২৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ এছাড়া ২২ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷ রাতে এই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে৷

লকডাউনে কলকাতার পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায়ও ছিল পুলিশের কড়া নজরদারি।পুলিশ সূত্রে খবর, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউন অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ এছাড়া ৯ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

লকডাউনে শুনশান ছিল কলকাতার রাস্তা৷ যারা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তাদের গাড়ি থামিয়ে চলে নথি পরীক্ষা৷ কেন বের হয়েছেন তার কারণ জানতে চাওয়া হয়৷ সঠিক কারণ দেখাতে না পারায় অনেককে বাড়ি ফিরত পাঠিয়ে দেওয়া হয়৷ লালবাজার থেকেও সিসি ক্যামেরাতে নজর রেখেছিল পুলিশ৷ তবে লকডাউনে জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়৷

সংক্রমণ রুখতে তৎপর কলকাতা পুলিশ,শুধু লকডাউনের দিনগুলোতেই নয়, প্রতিদিনই চলছে ধরপাকড়৷ আনলক শুরু হওয়ার পর গ্রেফতারের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখিয়েছিল পুলিশ৷ কিন্তু কলকাতায় সংক্রমণ বাড়তেই ফের সক্রিয় পুলিশ৷ রাজ্যে সাপ্তাহিক লকডাউন কড়া হাতে সফল করছে প্রশাসন৷

প্রশ্ন অনেক: পঞ্চম পর্ব

নেপোটিজম কী শুধুই ফিল্ম দুনিয়ায়?

[embedded content]

Source: https://www.kolkata24x7.com/about-800-were-arrested-by-the-kolkata-police-in-the-lockdown/