কলকাতা ভুগবে সেই আর্দ্রতাজনিত অস্বস্তিতেই, সঙ্গী হালকা বৃষ্টি – Kolkata24x7

কলকাতা নিউজ

স্টাফ রিপোর্টার , কলকাতা : সর্বোচ্চ তাপমাত্রা কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে। পাশাপাশি শহরে বাতাসে জলীয় বাষ্প প্রচুর থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বর্তমান। এর জেরে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে এতে শহরের আবহাওয়ায় তেমন কিছু পরিবর্তন হবে বলে জানাচ্ছে না হাওয় অফিস। বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তাই কলকাতাতেও বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘণ্টায় সামান্য ৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। শহরের বিপুল বৃষ্টির ঘাটতিতে স্বাভাবিকভাবেই যা কোনও স্বস্তি দেয়নি। দমদমে ৮.৮ ও সল্টলেকে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবারে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। ওইদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ থেকে ৯৫ শতাংশ। শহরে সামান্য বৃষ্টি হয়।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে কলকাতাতেও। মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টিও হবে ভালো পরিমানে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী জেলা ঝাড়খণ্ডে। প্রসঙ্গত, এই বর্ষার মরসুমের জুন মাসের শেষ থেকে যে কটি নিম্নচাপ তৈরি হয়েছে সবগুলিই বঙ্গোপসাগরে তৈরি হয়ে বেশি প্রভাব ফেলেছে ওডিশায়। সেদিকেই অক্ষরেখা হেলে থাকায় বৃষ্টি বেশি হচ্ছে সেখানে। এবার অন্য কিছু হবার দিকে তাকিয়ে দক্ষিনবঙ্গবাসী।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জন্য শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। এতে দুই মেদিনীপুর জেলায় ঘাটতি কিছুটা কমলেও দক্ষিণ ২৪ পরগনায় পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, গত কয়েকদিনে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান ভালো বৃষ্টি পেয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। আগামী ১৯ অগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এটির প্রভাবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন অনেক: পঞ্চম পর্ব

নেপোটিজম কী শুধুই ফিল্ম দুনিয়ায়?

[embedded content]

Source: https://www.kolkata24x7.com/kolkata-weather-foreca-st/