একদিনে করোনা আক্রান্ত কলকাতা পুলিশের ৪৯ জন, বাড়ছে উদ্বেগ – Kolkata24x7- বাংলা

কলকাতা নিউজ

কলকাতা: একদিনে কলকাতা পুলিশের ৪৯ জন করোনা আক্রান্ত৷ এই পর্যন্ত সংখ্যাটা প্রায় ১৪০০৷ তবে বেশিরভাগ পুলিশ আধিকারিক ও পুলিশকর্মী সুস্থ হয়ে উঠেছেন৷

সূত্রের খবর, মঙ্গলবার একদিনেই কলকাতা পুলিশের ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এদের মধ্যে পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা রয়েছেন৷ সোমবার এই সংখ্যাটা ছিল ৩১ জনে৷ তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩৮৮ জন৷ ফলে উদ্বেগ বাড়ছে পুলিশ মহলে৷

লালবাজার জানিয়েছে, একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১ জন৷ আর এই পর্যন্ত বেশিরভাগ পুলিশ আধিকারিক ও পুলিশকর্মী সুস্থ হয়ে উঠেছেন৷ এর আগে একদিনে কলকাতা পুলিশের ৪২ জন করোনা আক্রান্ত হন৷ তাদের সবার রিপোর্ট পজিটিভ ছিল৷ তখন আক্রান্তের সংখ্যাটা ছিল এক হাজারের একটু বেশি৷

এছাড়া এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৮ জন পুলিশকর্মী মারা গিয়েছেন৷ কিছুদিন আগে করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কির৷

কলকাতা পুলিশ জানিয়েছিল,‘কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কি।চারু মার্কেট থানায় কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে৷ সেখানেই তার মৃত্যু হয়৷ এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।’

করোনার হাত থেকে রেহাই পায়নি বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীরাও৷ কিছুদিন আগে এয়ারপোর্ট থানায় দুই শীর্ষ আধিকারিক করোনা আক্রান্ত হন। ওই ২ আধিকারিকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল৷

পপ্রশ্ন অনেক: চতুর্থ পর্ব

বর্ণ বৈষম্য নিয়ে যে প্রশ্ন, তার সমাধান কী শুধুই মাঝে মাঝে কিছু প্রতিবাদ

[embedded content]

Source: https://www.kolkata24x7.com/49-kolkata-police-member-corona-positive-in-one-day/